‘আরইউএসসি বিজ্ঞান মেলা’ করবে
লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
উত্তরবঙ্গের প্রথম ও প্রধান বিশ্ববিদ্যালয় ‘রাজশাহী’তে ‘রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি)’ টানা তিনদিনের ‘রিসার্চ মেথডলজি অ্যান্ড কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন’ প্রশিক্ষণ কর্মশালা আজ সম্পন্ন করেছে।
২২ আগস্ট সোমবার থেকে আজ বুধবার ২৫ আগস্ট তাদের বিশেষ কর্মশালাটি হয়েছে।
বিকেল পাঁচটায় শেষ হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিসিএসআইআর (বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিক অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চ)’র রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান।
বিশেষ অতিথি ছিলেন ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক সভাপতি ও অ্যাকাডেমি উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।
সভাপতি ছিলেন রসায়নের প্রধান অধ্যাপক ড. তারিকুল হাসান।
তাদের পাশে ছিলেন আরইউএসসি’র স্থায়ী কমিটি সদস্য রেজাউল করিম।
টানা উপস্থাপনা করেছেন আরইউএসসি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কারিমা কান্তা।
অসাধারণ এই উদ্যোগে আসতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. সেলিম খান। তিনি তার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও ছাত্র, ছাত্রীদের আগামী দিনের পাথেয় বিভিন্ন গবেষণা পদ্ধতি শিখিয়েছেন।
এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো অংশগ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনোলজি’র অধ্যাপক ড. মো. আবু রেজা, ‘অ্যাডভান্সড বায়ো-ইনফরমেটিক্স, কম্পিউটাসোনাল বায়োলজি অ্যান্ড ডাটা সায়েন্স ল্যাবরেটরি’র প্রতিষ্ঠাতা এবং চিফ ইনভেস্টিগেটর ড. এম. জুনায়েদ।
প্রথম দিন তারা নব এই ভুবন, প্রভাব, কার্যকারিতা ও নানা ধরণের শিক্ষা প্রদান করেছেন।
দ্বিতীয় দিন নানা ধরণের গবেষণা পদ্ধতি শিখিয়েছেন।
তৃতীয় ও শেষ দিন কম্পিউটার নির্ভর চিকিৎসা সামগ্রী তৈরি ও সেগুলোর প্রাথমিক ধারণা প্রদান করেছেন।
‘রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি)’র বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালায় সারা দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের মোট ১শ জন ছাত্র, ছাত্রী-গবেষক অংশ গ্রহণ করেছেন।
তাদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম প্রশিক্ষণ প্রদানের পর বলেছেন, ‘কম্পিউটার, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যেকোনো তথ্য এখন খুব দ্রুত ও সহজে আমাদের কাছে আসে। উন্নত বিশ্বের বুকে তাই আমরা নিজেদের অনুন্নত ভাবার কোনো সুযোগ নেই। নিজেদের দক্ষতা দিয়ে আমাদের ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
‘রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি)’র সভাপতি আবিদ হাসান বলেছেন, ‘আমরা প্রচার ও মানুষের মধ্যে বিজ্ঞানের আগ্রহ ছড়াতে নানা ধরণের আয়োজন করি।’
আবিদ হাসান জানিয়েছেন, “পরবর্তী আয়োজন ‘আরইউএসসি সায়েন্স ফেয়ার’।”
আরইউএসসি আজ থেকে বিজ্ঞান মেলার রেজিস্ট্রেশন এই কর্মশালা থেকে শুরু করেছে।
এছাড়াও যেকোনো আগ্রহী ছাত্র, ছাত্রী তাদের-fiesta.rusc.org.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন, বলেছেন তারা।
ওএফএস।