অ্যাডাম নিউম্যান আবার সিইও হয়েছেন, ফ্লো’র
‘উই ওয়ার্ক’কে পাবলিক লিমিটেড কম্পানি করতে না পারায় পদত্যাগ করতে হয়েছিল সিইও অ্যাডাম নিউম্যানকে।
প্রায় তিনটি বছর পর তিনি জানিয়েছেন, ‘একটি বিলিয়ন ডলার রিয়েল স্টেট স্টাট আপ কম্পানির সিইও’ হিসেবে তিনি কাজে যোগদান করেছেন।
উল্লেখযোগ্য ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘অ্যানড্রেসেন হরোওয়েটজ’। তারা টুইটার ও এয়ারবিএনবির প্রাথমিক বিনিয়োগের জন্য খ্যাত, টাকার যোগান দিয়েছেন নিউম্যানের নতুন উদ্যোগে।
তার প্রতিষ্ঠানটির নাম হলো ‘ফ্লো’।
তারা প্রায় ৩শ ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবেন-জানিয়েছে নিউইয়ক টাইমস।
মোট বিনিয়োগ থাকছে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
সোমবার নিজের একটি ব্লগ পোস্টে মার্ক অ্যানড্রেসেন, সহ প্রতিষ্ঠাতা ও ভিসি (ভেঞ্চার ক্যাপিটাল)’র জেনারেল পার্টনার আর্থিক চুক্তির কথা না জানিয়ে এই বিনিয়োগের কথা ঘোষণা করেছেন।
ফ্লো ও অ্যানড্রেসেন হরোওয়েটজের প্রতিনিধিরা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মার্ক অ্যানড্রেসেন ফ্লো'কে সাহায্য করার বিষয়ে তার ভাবনাগুলো জানিয়েছেন, ‘একটি আবাসিক নির্মাণ প্রতিষ্ঠান এবং নিউম্যান উই ওয়ার্কে তার হাই প্রোফাইল পদ থেকে পড়ে যাওয়ায় তাকে সমর্থন করা হচ্ছে।’ তার বিষয়ে আরো বলেছেন, ‘অ্যাডাম একজন দূরদর্শী নেতা। যিনি বিপ্লব করবেন বিশ্বের দ্বিতীয় শ্রেণীর ধনী শ্রেণীদের জন্য-বাণিজ্যিক আবাসন নিমাণ প্রতিষ্ঠানের মাধ্যমে।
বলেছেন, ‘তিনি সমাজ ও ব্র্যান্ডকে একটি শিল্পে পরিণত করেছেন। এর আগে ছিল না। অ্যাডাম ও উই ওয়ার্কের গল্পটি হলো একটি ব্যাপক কাহিনী, বিশ্লেষিত ও কার্যকর। কোনো, কোনো সময় যথার্থ। এই গল্পটিকে তৈরি করতে তিনি তার পুরো শক্তিতে ব্যবহার করেছেন। তবে প্রায়ই তাকে কৃতজ্ঞতা জানানো হয় না, তার অবদানকে স্বীকার ও স্বীকৃতি দেওয়া হয় না। বলা হয়ও না, একজন মাত্র ব্যক্তি মৌলিকভাবে আবার ডিজাইন করেছেন অফিসের কাজের অভিজ্ঞতা এবং তিনি দৃষ্টান্ত তৈরি করে পরিবর্তনশীল বৈশ্বিক একটি কম্পানিকে একটি ধারার মধ্যে নিয়ে গিয়েছেন। তিনি হলেন অ্যাডাম নিউম্যান।’
কাজ শুরু করার সঙ্গে, সঙ্গেই এখন পরিস্কার নয়, কীভাবে ফ্লো আবাসিক বাড়ি নির্মাণ শিল্পে বিপ্লব করবে।
ফ্লোর এখন শ্লোগান হলো, “জীবন যাপন করুন ফ্লো’তে।” একটি ওয়েব সাইটে কাজ শুরু করেছেন।
তারা জানিয়েছেন, কাজ শুরু করবেন ২০২৩ সাল থেকে।
মার্ক অ্যানড্রেসেন এই নতুন প্রতিষ্ঠানটিকে মার্কিনিদের দীর্ঘকালের প্রতিক্ষিত আবাসন সমস্যার সমাধান করতে পারবে বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ‘সমাজে পরিচালিত হয়ে অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে সেবা দেবেন তারা।’
তিনি বলেছেন, ‘তারা একটি ব্যবস্থাপনা তৈরি করবেন যেখানে মালিকদের সুবিধাগুলো দেওয়া হবে ফেরত সেবাগুলোর মাধ্যমে।’
‘আমরা মনে করি, এটি স্বাভাবিক যে, তার প্রথম উদ্যোগ থেকে উই ওয়ার্ক পর্যন্ত অ্যাডাম ফেরত প্রদান করেছেন সেবাগুলো মানুষজনকে সংযুক্ত করার মাধ্যমে। তিনি তাদের শারীরিক সেবাগুলো লাভের জায়গাগুলো তৈরি করেন। ফ্লোতে সমাজগুলোকে তৈরি করবেন এভাবে, যেখানে মানুষ তাদের বেশিরভাগ সময় কাটাতে পারেন, সেগুলো হলো, তাদের বাড়ি। আবাসিক রিয়াল এস্টেট। বিশ্বের সবচেয়ে ধনী সমাজের জন্য হবে। এই খাতে ব্যাপক পরিবর্তন আনার জন্য তারা প্রস্তুত।’
নিউম্যানের নেতৃত্বে উই ওয়ার্ক শেয়ারের সহকর্মীদের জায়গা তৈরি থেকে বিস্তৃতি লাভ করেছে সুবিধাদি বাড়িয়ে। সেগুলোর মধ্যে আছে জিম, একটি বিদ্যালয় ও বাড়ি। ‘উই লাইভ’ ধারণার মাধ্যমে তিনি একটি জায়গাতে একটি পরিপূর্ণভাবে তৈরি ব্যক্তিগত শোবার ঘর বা একটি বিছানা ভাড়া নেবার আইডিয়া বাস্তবায়িত করেছেন। তার দেওয়া সুবিধাগুলোর মধ্যে আছে ইয়োগা করা, পিং পং খেলা ও আরো কিছু লাভ গ্রহণ।
সবচেয়ে ভালো সময়ে বেসরকারী বাজারে উই ওয়ার্কের মূল্য ছিল ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে তারা বিপর্যয়ের মধ্যে পড়েছেন পাবলিক লিমিটেড কম্পানি হতে গিয়ে। আইপিওর কাগজগুলোতে তারা ব্যর্থ হয়েছেন। এরপরই সেখান থেকে প্রকাশিত হলো-অবারিত ক্ষমতা ছিল নিউম্যানের ও আগ্রহ নিয়ে অনেকের সঙ্গে তার উল্লেখযোগ্য সংঘাত হয়েছে। বিস্ময়কর হলেও সত্য, প্রতিষ্ঠানটি লস করছিল জানা গেল। সব শেষে নিউম্যানকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে ক্ষমতাচ্যুত করা হলো। তার এই প্রতিষ্ঠানটি নাটকীয়ভাবে উন্নতি করেছে। পতনও হয়েছে দর্শনীয়ভাবে। এরপর একটি টিভি শোতে এই বিষয়গুলো তুলে ধরা হলো ও নিউম্যানকে ‘স্টাট আপ সংস্কৃতি’র পোস্টার বয় হিসেবে তুলে ধরা হলো। তিনি আবার ঘুরে দাঁড়ালেন।
তার চেষ্টাও সফল হয়েছে। উই ওয়াক পাবলিক লিমিটেড কম্পানি হয়েছে ‘বিশেষ উদ্দেশ্যে অধিগ্রহণ কম্পানি’ হিসেবে ২০২১ সালে। এখন প্রতিষ্ঠানটির বাজার মূল্য হলো প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার।
ওএফএস।