মাইক্রোসফটের উইন্ডোজে আসছে চমকপ্রদ ফিচার
মাইক্রোসফট উইন্ডোজ ১১ থেকে ১০-এ প্রিন্ট করার সামর্থ্যগুলো নিয়ে আসছে।
নতুন এই প্রিন্টিং ফিচার সম্পর্কে বলা হয়েছে, প্রিন্ট করতে একটি পিন যুক্ত করার অপশন প্রচলন করতে হবে।
এভাবে অপশন রাখার কারণ হলো, কানেশনগুলোর নকল এড়ানো ও ভুল প্রিন্ট আউট থামানো।
এই আপডেট ভার্সনটি উইন্ডোজ ১০’র ‘ভার্সন ২২এইচ২ আপডেট’র অংশ হবে।
উইন্ডোজ ১১ সম্পর্কে জানানো হয়েছে, একটি ফিচার লাভ করছে।
তারা নাম রেখেছেন, ‘পাইভেসি এডিটিং’।
এটি ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থানের তথ্য (লোকেশন ডাটা)’র অ্যাপসগুলোতে যাবার ব্যবস্থায় সাহায্য করবে।
ফিচারটি মাইক্রোসফট অ্যাপ ডেভেলপারদের পরীক্ষা করে দেখার জন্য দিয়েছে, জানিয়েছে সবাইকে।
অ্যাপসটি ১১ উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করবেন তারা।
ফলে তারা এই সুবিধাগুলো তাদের উইন্ডোজে ব্যবহার করতে থাকবেন কী না জানাবেন।
আরো জানাতে পারবেন, সিস্টেমটিতে তারা তাদের সংবেদনশীল তথ্যগুলো সবসময় অনুসরণের অ্যাপগুলোর সুবিধা নেবেন কী না?
গত মাসে সর্বশেষ সংবাদ প্রকাশিত হয়েছিল যে, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমসগুলোর উন্নয়নের নতুন শিডিউল বা কার্যতালিকা থেকে সরে আসছে।
ফলে প্রতিষ্ঠানটি তাদের পুরোনো তিন বছরের বৃত্তে ফিরে যাচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
এর মানে হলো, আগামীর উন্নততর ও ব্যাপক পরিবর্তনশীল ভার্সনটি ২০২৪ সালে বের করবেন তারা।
ভার্সনটি হতে পারে উইন্ডোজ ১২।
ওএফএস।