লাভের মধ্যেও মেটা ধুঁকছে
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, ২৮.৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে গেল চার মাসে। তবে তারপরও ভালো নেই।
তারা ২০১২ সালে একটি পাবলিক লিমিটেড কম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
এই সময়ের মধ্যে তাদের ফেসবুক ব্যবহারকারী ছিলেন ২.৯৩৬ বিলিয়ন।
তথ্যগুলো জানিয়েছেন মেটার সিইও এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মাক জাকারবার্গ। এরপর তিনি বলেছেন, ‘প্রতিদিন আমাদের সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।’
তবে ফেসবুকের প্রতিদ্বদ্বী প্রবল শক্তিশালী। সে হলো আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। টুইটার তো আছেই। আরো আছে অনেকে।
এই মাসের শুরুর দিকে জাকারবার্গ জানিয়েছিলেন যে, তার কম্পানি অন্তত ৩০ শতাংশ প্রকৌশলী আনার পরিকল্পনাটি বাতিল করেছে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘এটিই হতে পারে আমরা যে পতন দেখছি বৈশ্বিকভাবে ইতিহাসে, তার সবচেয়ে বড়টি চলছে।’
মেটার অবস্থা বিষয়ে জানানো হয়েছে, ভিআর ইউনিট, রিয়ালিটি ল্যাবগুলো থেকে তাদের খুবই কম আয় হচ্ছে।
এছাড়াও তারা অনলাইন বিজ্ঞাপনের চাহিদা কমেছে অথনৈতিক অস্থিতিশীলতার কারণে। অন্য বড় প্রতিযোগি টুইটার ও স্ন্যাপ তাদের অনলাইন বিজ্ঞাপনের বাজারে থাবা বসিয়েছেন। তারা অর্থনৈতিক মন্দাতে এদিকে খুব জোর দিচ্ছেন।
মেটা এর আগে থেকেই ধুঁকছে। কেননা অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং চেইঞ্জেস তাদের বিজ্ঞাপনগুলো টার্গেট করাও কঠিন করে দিয়েছে।
ছবি : মেটার লোগো।
ওএফএস।