ইউসেপ পালন করলো ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’
‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২’ উপলক্ষে ‘ইউসেপ বাংলাদেশ’ সম্প্রতি একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রতি বছর ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস বা ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ পালন করা হয়।
বিশ্বখ্যাত সমাজকর্মী ও পরোহিতৈষী লিন্ডনে অ্যালান চেইনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাহায্যে তার পথশিশুদের কারিগরি শিক্ষাদান প্রতিষ্ঠান ‘ইউসেপ বাংলাদেশ’র শুরু করেন। যাদের বাবা-মা নেই, যারা পথে ঘুমায়, বেঁচে থাকে কোনোরকমে, তাদের জীবন হাতে-কলমে কাজের মাধ্যমে বদলে দেওয়ার বিশ্বখ্যাত মডেল।
ঢাকার মিরপুরে ইউসেপের বিরাট অফিস ও ছাত্রবাস আছে। আরো অনেকগুলো সেন্টার আছে। আছে ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিও। আছে নানা সুবিধা, তাদের জন্য, যাদের কোনো সুবিধাই নেই।
অ্যালান চেইনি ও তার সহযাত্রীদের এই মহৎ কর্ম বাংলাদেশ সরকার শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সঙ্গে অঙ্গীভূত করেছেন।
আলান চেইনির জীবনের উদ্দেশ্য ছিল-‘শিখতে সাহায্য করুন, আয় করতে কর্মদক্ষতা অজন করুন।’
ইউসেপ নামের এই বিরাট দাতব্য প্রতিষ্ঠানটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকতে ঢাকার সেগুন বাগিচার ২৪/৪ সেবা প্রকাশনীর উল্টো দিকের গাজী টিভির ভবনটি দান করেছেন।
তারা সমাজঅর্ন্তভুক্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেন। ফলে সুবিধাবঞ্চিত ও একেবারেই দরিদ্র মা-বাবার ছেলে, মেয়ে, এতিম, পথশিশুরা থাকা-খাওয়া এবং কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা বিনা খরচে লাভ করে।
‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২’-এ ইউসেপের অনুষ্ঠানটিই সবচেয়ে বড় ও ভালো।
ঢাকার মিরপুরে ইউসেপ অফিসের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এম. কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, এন.ডিসি।
সাবেক কৃষি সচিব ও বোর্ড মেম্বার অব ইউসেপ অ্যাসোসিয়েশন শ্যামল কান্তি ঘোষ বিশেষ অতিথি ছিলেন।
বোর্ড মেম্বার অব ইউসেপ অ্যাসোসিয়েশন ও প্রাক্তন চেয়ারপারসন ইউসেপ বাংলাদেশ এ. কিউ. সিদ্দিকী অন্যতম অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইউসেপ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফ.সি. এ।
প্রধান সমন্বয়ক ছিলেন ইউসেপের নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রী কাযালয়ের প্রাক্তন মুখ্য সচিব ড. এম. আবদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন বলেছেন, ‘এই দেশের গরিব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে, মেয়েদের বিপুল কমশক্তিকে কাজে লাগানোর জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। ইউসেপ বাংলাদেশের এই কার্যক্রম দেশের টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় বিপুলভাবে সাহায্য এবং অবদান রেখে চলেছে।’ তিনি বরাবরের মতো সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
সাবেক কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ এমন আয়োজনে এসে গর্বিত হয়েছেন বলে জানিয়েছেন।
তাদের শিশু-কিশোর-কিশোরী ছাত্র, ছাত্রীরা খুব ভালো করছে বলে খুশি মনে জানিয়েছেন বোর্ড মেম্বার অব ইউসেপ অ্যাসোসিয়েশন এ. কিউ. সিদ্দিকী ।
ইউসেপের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন ও প্রখ্যাত নারী চাটার্ড অ্যাকাউনটেন্ট পারভীন মাহমুদ এফ.সি.এ. বলেছেন, ‘ইউসেপ বাংলাদেশ নিরলসভাবে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর-কিশোরীদের জীবনকে আলোকিত করতে কাজ করে চলেছে। এজন্য ইউসেপের ভালোবাসা সকলের সহযোগিতা। তাদের জীবনদক্ষতাগুলোও অর্জনে সরকার অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে চলেছে।’
বিখ্যাত সমাজকর্মী পারভীন মাহমুদ এফ.সি.এ. সরকারের প্রতি কৃতজ্ঞতা ও প্রতিষ্ঠানের উদ্যোক্তা মানবহিতৈষী অ্যালান চেইনির আত্মার শান্তি কামনা করেন।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড.এম. আবদুল করিম বলেছেন, ‘বিশ্ব যুব দক্ষতা দিবস হলো বাংলাদেশের তরুণ ও কিশোর প্রজন্মের দেশের প্রাযুক্তিক চাহিদাগুলোকে পূরণ এবং একত্র হবার ও এই ক্ষেত্রগুলোর সমস্যাগুলোর সমাধানের একটি দারুণ সুযোগ।’
ইউসেপের সব হারানো ছাত্র, ছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সবার শেষে।
ওএস।