১৩ সেপ্টেম্বর শেয়ার হোল্ডারদের মিটিং করবে টুইটার

টুইটার তার শেয়ার হোল্ডারদের জন্য একটি তারিখ ঠিক করেছে। যাতে তারা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ইলন মাস্কের কাছ থেকে গ্রহণের বিষয়ে ভোট দিতে পারেন। যদিও বিলিয়নিয়ার টেসলা সিইও’র সঙ্গে কম্পানিটির আইনী লড়াই চলছে।
মঙ্গলবার টুইটার কম্পানি তাদের শেয়ার হোল্ডারদের প্রত্যেকে চিঠি দিয়েছে।
তাতে বলেছে, ১৩ সেপ্টেম্বর একটি ভার্চুয়াল বিশেষ মিটিং হবে। বিষয় একত্রীকরণ নিয়ে আলোচনা।
এই আলোচনা টুইটার ও মাস্কের মধ্যে চুক্তিটি নিয়ে আইনী লড়াইয়ের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।
এই মাসের শুরুর দিকে মাস্ক তার টুইটার কেনার চুক্তি বাতিল করতে গিয়েছিলেন। তিনি মূল্যায়ন করেছেন, কম্পানিটি চুক্তি লংঘন করছে। তিনি বলেছেন, তারা ভুল বিবৃতি প্রদান করছেন টুইটারের প্ল্যাটফর্মে বট অ্যাকাউন্ট নিয়ে ও তথ্য আটকাচ্ছেন, যেগুলো তাকে এই বিষয়গুলো বুঝতে সাহায্য করবে, সেগুলোতে।
কয়েকদিন পর টুইটার একটি আবেদন আদালতে দাখিল করেছে এই বিলিয়নিয়ারের বিপক্ষে। একটি আদালতকে তাকে চুক্তিটি অনুসরণ করতে বাধ্য করতে।
এরপর একজন বিচারক গেল সপ্তাহে রুল দিয়েছেন, মামলাটি অক্টোবরে পাঁচ দিনের ট্রায়ালে যাবে।
মাস্ক আদালতে আবেদন করেছেন, শেয়ার হোল্ডারদের ভোট দান এই চুক্তিটি সম্পন্ন করতে বাকি কটি কার্যক্রমের অন্যতম।
টুইটারের বোর্ড সর্বসম্মতভাবে প্রস্তাব করেছেন যে, শেয়ারহোল্ডাররা প্রস্তাবের পক্ষে ভোট দিন। যদি তারা অধিগ্রহণ অনুমোদন করেন, তাহলে তা টুইটারকে মাস্কের বিপক্ষে আইনী লড়াইয়ে অতিরিক্ত কটি সুবিধা এনে দেবে।
অধিগ্রহণের চুক্তিতে ইলন মাস্ক ৫৪. ২০ ডলার করে প্রতিটি আউটস্টান্ডিং টুইটার শেয়ারের জন্য দিতে রাজি হয়েছিলেন।
টুইটারের বোর্ড জানিয়েছে, ‘তারা এই দামে একত্রীকরণ বন্ধে অঙ্গীকারাবদ্ধ ও এই নিয়ে মাস্কের সঙ্গে যে শর্তগুলোতে চুক্তি হয়েছে, তা না করার।’
এপ্রিলে মাস্ক জানিয়েছেন যে, তিনি টুইটারের সবচেয়ে বড় শেয়ার হোল্ডাদের একজন হয়ে গিয়েছেন।
