ফেসবুক থেকে মুছে ফেলা তথ্য যেভাবে উদ্ধার করা যাবে
ফেসবুক কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। মুছে ফেলা তথ্য তার ব্যবহারকারীকে সরবরাহ করে ফেসবুক।
দৈনন্দিন যোগাযোগে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমরা অনেকটাই নির্ভরশীল। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বহুল ব্যবহৃত মাধ্যম ফেসবুক।
বিভিন্ন কাজে আমরা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করি। অনেক সময় ফেসবুক ও মেসেঞ্জার থেকে অসাবধানতাবশত কিংবা ইচ্ছে করেই প্রকাশিত কোনো তথ্য, ছবি বা যে কোনো বিষয় মুছে ফেলি। এসব তথ্য হটাৎ করেই আমাদের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা ওই তথ্য ফেরত আনতে পারি না।
তবে আমরা অনেকেই জানি না ফেসবুক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মুছে যাওয়া তথ্য সংরক্ষণ করে রাখে। যদি ফেসবুকের সংরক্ষণে ওইসব তথ্য থাকে তবে তা ফেরত পাওয়ার উপায় আছে।
এ জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। মুছে ফেলা তথ্য তার ব্যবহারকারীকে সরবরাহ করে ফেসবুক।
আবেদনের প্রক্রিয়া:
কম্পিউটার থেকে আবেদন করলে, ডান কর্ণারের ডাউন অ্যারো কি > সেটিংস অ্যান্ড প্রাইভেসি > সেটিংস > বাম পাশের মেনুবার লিস্ট থেকে ‘ইউর ফেসবুক ইনফরমেশন’ > ডান পাশের সাবমেনুর লিস্ট থেকে ‘ডাউনলোড ইউর ইনফরমেশন’।
এবার স্ক্রিনে ‘সিলেক্ট ফাইল অপশন’ মেনুতে পরপর তিনটি ডায়লগ বক্স দেখা যাবে। তৃতীয় ডায়লগ বক্স থেকে তারিখ নির্ধারন করে দিতে হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট তারিখের তথ্য ফেরত চাইলে ওই তারিখ উল্লেখ করে দিতে হবে।
এবার ‘সিলেক্ট ইনফরমেশন টু ডাউনলোড’ মেনু থেকে যে তথ্যটি ডাউনলোড করা প্রয়োজন সেটিতে টিকমার্ক দিতে হবে। ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সকল বিষয়েই টিকমার্ক করে দিবে। ব্যবহারকারী চাইলে টিকমার্ক করা সকল বিষয়ই ডাউনলোড করতে পারবেন। তবে যদি কোনো নির্দিষ্ট বিষয় ডাউনলোড করতে হয় যেমন মেসেজ বা পোস্ট সেক্ষেত্রে ‘ইউর অ্যাক্টিভিটি অ্যাক্রস ফেসবুক’ মেনু থেকে ডি-সিলেক্ট অল ক্লিক করে প্রয়োজনীয় বিষয়গুলোয় টিকমার্ক দিতে হবে।
টিকমার্ক করা শেষ হলে একেবারে নিচে ‘স্টার্ট ইউর ডাউনলোড’ মেনুতে ‘রিকুয়েস্ট অ্যা ডাউনলোড’ অপশনে ক্লিক করতে হবে। অনুরোধ সম্পন্ন হলে ফেসবুক একটি নোটিফিকেশন দেখাবে।
এবার একদম উপরের দিকে ‘ডাউনলোডস’ অপশনে ‘অ্যাভেইলেবল ফাইলস’ মেনুতে ক্লিক করলে একটি পেন্ডিং ফাইল দেখাবে। ফেসবুক সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ব্যবহারকারিকে একটি জিপ ফাইল প্রেরণ করবে। ব্যবহারকারি ওই ‘অ্যাভেইলেবল ফাইলস’ মেনু থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন।
যদি মুছে ফেলা তথ্যগুলো ফেসবুকের কাছে সংরক্ষিত থাকে তবে ব্যবহারকারি ডাউনলোড করা ফাইলটি এক্সট্র্যাক্ট করে মুছে ফেলা তথ্যের পিডিএফ বা এইচটিএমএল ফাইল পেয়ে যাবেন।