চালু হলো ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট’

লেখা ও ছবি : রাশেদ পারভেজ, পিআরও, চুয়েট
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ইনকিউবেটর তৈরি করেছেন সরকার ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট’-এ।
তথ্যপ্রযুক্তি ব্যবসাভিত্তিক এই ইনকিউবেটরটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর বড় ছেলে ও মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী শেখ কামালের নামে-‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট।’
গতকাল ২২ মে ইনকিউবেটরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সারাদিনের তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবসায় প্রশিক্ষণ কর্মশালা করে চালু করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।তিনি বলেছেন, ‘আজকের এই দিনটি আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব গর্ব ও আনন্দের। কেননা, আজ থেকেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম ও এখনো একমাত্র ইনকিউবেটরটি চালু হলো।’
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। তাই এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেছেন, ‘বাংলাদেশ সরকারের ডাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছেও আমি খুব কৃতজ্ঞ। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নের একটি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে।’
ভিসি স্যার বলেছেন, “চুয়েটের পক্ষ থেকে আমরা আশা ও আজ থেকে চেষ্টা করে যাব-‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’র প্রশিক্ষণ ও সুবিধাদি ব্যবহার করে বাংলাদেশ এবং সারা বিশ্বের উদ্যোক্তারা নতুন সব আবিস্কার ও স্টার্টআপ মাধ্যমে তথ্যপ্রযুক্তিগত খাতে বাংলাদেশকে বিশ্ব দরবারের অন্য মাত্রায় নিয়ে যাবেন।”এরপর অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন আমন্ত্রিত অতিথি ও অন্যতম প্রশিক্ষক ‘বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্প’ পরিচালক আবুল ফাতাহ মোহাম্মদ বালিগুর রহমান।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেছেন ইনকিউটবেটর পরিচালক ও তড়িৎ এবং কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
প্রশিক্ষণ প্রদানে চুয়েটের অধ্যাপকরা বাদেও অংশ নিয়েছেন ইকনোমিক রিসার্চ গ্রুপের দেশীয় প্রতিনিধি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট-নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তাকরণ’-এ বন্দরনগরী চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা, বিজিসি ট্রাস্ট, প্রিমিয়ারসহ বিভিন্ন স্টার্টআপের মোট ৮০ জন উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছেন ও নতুন স্বপ্ন শুরু করেছেন।
ছবি : চুয়েটের ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেট ‘, উদ্বোধন করছেন অন্যতম প্রধান ব্যক্তিত্ব উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও প্রথম ব্যাচের সার্টিফিকেট লাভ করা ছাত্র-ছাত্রীরা।
ওএস।
