ভিসার সেরা পাঁচ প্রশান্তমহাসাগরীয় স্টার্ট আপ
বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন আথিক লেনদেন প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর ‘ভিসা’ ২০২২ সালের এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের ‘ভিসা এক্সেলেটর প্রগ্রাম’ জন্য পাঁচটি প্রধান স্টার্ট আপ কম্পানিকে নির্বাচন করেছে।
এই বিষয়ে ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেছেন, ‘করোনাভাইরাসের আক্রমণে কোভিড ১৯ রোগে ঘরবন্দী থাকার দুটি বছর আমাদের পৃথিবীর প্রায় সবাইকেই ডিজিটালি কাজ করতে এগিয়ে দিয়েছে। আমাদের ভিসা এক্সেলেটর প্রগ্রামের মাধ্যমে এই প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রধান স্টার্ট আপগুলো এ বছরের উল্লেখযোগ্য প্রযুক্তি ও আর্থিক সমস্যার মোকাবেলা করবে ও আরো অনেক কিছু শিখবে।’
তারা জানিয়েছেন-এই চারটি প্রতিষ্ঠানের একটি হলো জাপানের ‘মানিট্রি’। টোকিওভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা ব্যক্তিগত আর্থিক অ্যাপস তৈরি করেন ও সেবা দেন। এটি ক্লাউডনির্ভর অ্যাকাউন্টিং বা হিসাব পরিচালনা পদ্ধতি প্রদান করে। ২০১২ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত। মানিট্রি করপোরেশন নামের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাথন এপস্টাইন, মার্ক মার্কড্যাড, পল চ্যাপম্যান ও রস শ্যারট। আর্থিক তথ্যবলী একত্রীকরণ করে, বিশ্লেষণও।
আরেকটি গেল বছরের ভারতের সেরা ব্র্যান্ড নিবাচিত হয়েছে। নাম ‘পারফিওস’। ভারতের একটি স্টার্ট আপ। প্রতিষ্ঠাতা ও প্রধান নিবাহী ভি.আর. গোবিন্দরাজন। এই প্রতিষ্ঠানটিও ভিসা কার্যক্রমটির মাথ্যমে প্রশান্তমহাগরীয় দেশগুলোতে ঝুঁকি ও আথিক নানা সমস্যা এবং লাভে কাজ করবে। তথ্যের উন্মুক্ত পরিবেশ তৈরিতে তারাও ভূমিকা পালন করবে।
আন্তর্জাতিকভাবে অর্থ প্রদানের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান হলো ‘সাইমঞ্জ’। প্রতিষ্ঠাতা সাইমন লিঞ্জ। শুরু করেছেন ২০১১ সালে। তিনি কেবল আন্তর্জাতিক পেমেন্ট ব্যবসা করতে এটি গড়ে তুলেছিলেন। সাইমঞ্জ ব্যাংক, মানি সার্ভিস ব্যবসায়িক ও ফিনটেক প্রতিষ্ঠানগুলোতে সহজে এবং বিস্তৃতভাবে লেনদেন, আন্তর্জাতিক আর্থিক দায় শোধ ও বিনিময়ের অন্যতম প্ল্যাটফর্ম।
ট্রিপলএ হলো এরিক বারবিয়ার (প্রতিষ্ঠাতা ও প্রধান নিবাহী) ও ইমানুয়েল ডানিয়েল (প্রতিষ্ঠাতা) মিলে সিঙ্গাপুরের প্রথম অপ্রকাশ্য লেনদেন কার্যক্রম। তারা লাইসেন্সটি গ্রহণ করেছেন ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি। এটিও লেনদেন, লাভের অন্যতম মাধ্যম।
বাকিটি হলো বাংলাদেশের ব্যবসায়ীদের ডিজিটাল ‘টালিখাতা’।
ছবি : বাংলাদেশের ডিজিটাল ব্যবসা হিসাব টালিখাতা, মানিট্রি’র পল চ্যাপম্যান, পারফিওসের ভি.আর. গোবিন্দরাজন, সাইমন লিঞ্জ ও এরিক বারবিয়ার।
ওএস।