করোনায় আক্রান্ত বিল গেটস
বিশ্বের অন্যতম ধনী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিয়ে মঙ্গলবার (১০ মে) নিজের টুইটারে পোস্ট দিয়েছেন বিল গেটস। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি মৃদু উপসর্গ অনুভব করছি। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকছি।’
অন্য আরেক টুইটার পোস্টে লিখেছেন, তিনি সৌভাগ্যবান। কারণ, তিনি টিকা নিতে পেরেছেন। বুস্টার ডোজও নিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, বিল গেটস করোনা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে টিকা ও ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রাখছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে। দেশটিতে সম্প্রতি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় সংক্রমিত হন। তাদের মধ্যে রয়েছেন-মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এমএমএ/