সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিশ্বের প্রথম ৩৬০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের ল্যাপটপ

সিঙ্গাপুর-আমেরিকার যৌথ বাণিজ্যিক কোম্পানি বিখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান 'রেজার ইনকর্পোরেটেড'। বিশ্বজুড়ে রেজার এর খ্যাতি তাদের উচ্চক্ষমতা-সম্পন্ন গেমিং ল্যাপটপের জন্য। গেমিং পারফরম্যান্সে রেজারকে টেক্কা দিতে অন্য কম্পিউটার কোম্পানিগুলোর রীতিমতো হিমশিম খেতে হয়। গেমারদের কাছে এই কোম্পানির ল্যাপটপ রীতিমতো স্বপ্ন।

আন্তর্জাতিক বাজারে রেজার যখনই কোনো নতুন ডিভাইস লঞ্চ করেছে সেটিই বিশ্ব বাজারে হইচই ফেলে দিয়েছে। কম্পিউটিং জগতে একের পর এক নতুন চমক নিয়ে হাজির হয় রেজার। বলা যায় কম্পিউটিং জগতে নতুন নতুন চমক তারাই সবার আগে দেখায়। এবারও তেমনই এক চমক নিয়ে হাজির হয়েছে রেজার।

গেল ৪ মে ব্লেড ফিফটিন সিরিজের নতুন ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে রেজার। এটি বিশ্বের প্রথম ল্যাপটপ যাতে ৩৬০ হার্জ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং তবে এর বাহিরে ল্যাপটপটির অন্যান্য যন্ত্রাংশে নতুন কোনো পরিবর্তন বা চামক আনেনি রেজার। রেজার জানিয়েছে সেপ্টেম্বর বা অক্টোবরেই নতুন ব্লেড ফিফটিন বিশ্ব বাজারে সহজলভ্য হবে।

ল্যাপটপটির মাদারবোর্ডে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই নাইন (Core i9) সিরিজের ১২ তম জেনারেশনের চিপসেট। ১৪ কোরের এই প্রসেসরটির স্বাভাবিক কার্যক্ষমতা ৩.৮০ গিগাহার্জ যা ওভার ক্লক বা বুস্ট আপ করলে ৫ গিগাহার্জ পর্যন্ত স্পিড আপ করতে সক্ষম। সহায়ক মেমোরি হিসাবে থাকছে ১৬ বা ৩২ গিগাবাইটের ডিডিআর ফাইভ (৪৮০০ মেগাহার্জ) র‍্যাম। প্রাথমিক স্টোরেজ হিসাবে থাকছে ১ টেরাবাইট ধারণক্ষমতাসম্পন্ন একটি পিসিআইই স্টোরেজ কার্ড (এনভিএমই) এবং এর পাশাপাশি অতিরিক্ত স্টোরেজ যুক্ত করার জন্য থাকছে একটি এম ডট টু (M.2) স্লট। প্রাথমিক এবং অতিরিক্ত স্টোরেজ উভয়ই ২ টেরাবাইট পর্যন্ত বর্ধনযোগ্য। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জি ফোর্স আরটিএক্স ৩০৮০ টিআই (ল্যাপটপ) জিপিউ। এছাড়া ইন্টেলের নিজস্ব ইউএইচডি গ্রাফিক্স কার্ড তো থাকছেই।

ল্যাপটপটির সাথে উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেম প্রি ইনস্টলড থাকবে।

রেজার বলেছে তারা ব্লেড ফিফটিন সিরিজের ল্যাপটপটির ডিসপ্লেতে তিনটি ভ্যারিয়েন্ট রাখছে। তবে সবগুলো মনিটরের প্যানেলই ওএলইডি। রেজারের দাবি নতুন এই ল্যাপটপটির ডিসপ্লেগুলোর রেসপন্স রেট ২ মাইক্রোসেকেন্ড এবং ডিসপ্লেগুলো শতভাগ এসআরজিবি কালার সাপোর্টেড।

প্রথম ভ্যারিয়েন্টের ডিসপ্লে হিসাবে থাকছে একটি ১৫ ইঞ্চি ফুল এইচডি (১৯২০বাই১০৮০) রেজুলেশনের মনিটর যা ৩৬০ হার্জ রিফ্রেশ রেটে অপারেট করা যাবে। দ্বিতীয় ভ্যারিয়েন্টের ডিসপ্লে হিসাবে থাকছে একটি ১৫ ইঞ্চি কোয়াড এইচডি (২৫৬০বাই১৪৪০) রেজুলেশনের মনিটর যা অপারেট করা যাবে ২৪০ হার্জ রিফ্রেশ রেটে। আর তৃতীয় ভ্যারিয়েন্টের ডিসপ্লে হিসাবে থাকছে একটি ১৫ ইঞ্চি ফোর কে (৩৮৪০বাই২১৬০) রেজুলেশনের মনিটর যা অপারেট করা যাবে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটে।

ল্যাপটপটির কুলিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ভেপর চেম্বার টেকনলজি। চেম্বারের বাহিরের আবরণ হবে গ্রাফাইটের যা প্রসেসর ও গ্রাফিক্স কার্ডকে একত্রে আবৃত করে রাখবে। চেম্বারের ভিতরে থাকবে লিকুইড কুলেন্ট। কুলেন্ট ঠান্ডা করার জন্য থাকবে ৮৮ ব্লেড বিশিষ্ট দুইটি ফ্যান।

রেজারের আগের ল্যাপটপগুলোতে একক কালারের ব্যাকলিট কিবোর্ড ব্যবহার করা হলেও নতুন ব্লেড ফিফটিন ল্যাপটপে দেওয়া হয়েছে আরজিবি (রেড, গ্রিন, ব্লু) অ্যান্টিঘোস্ট ব্যাকলিট কিবোর্ড। ব্যবহারকারী চাইলে ল্যাপটপে প্রি লোডেড ১৫০ রেজার ক্রোমা থেকে নিজের পছন্দ মত লাইটিং বেছে নিতে পারবেন। আরও থাকছে সুপার সেন্সিটিভ মাইক্রোসফট প্রিসিশন গ্লাস টাচপ্যাড।

ল্যাপটপটির সাউন্ড সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে টিএইচএক্স সাররাউন্ড অডিও তাছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক তো থাকছেই। সাউন্ড ইনপুট হিসাবে থাকবে চারটি অ্যারে মাইক্রোফোন।

ব্লেড ফিফটিন ল্যাপটপটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে একটি ৮০ ওয়াট আওয়ার (WHr) এর ব্যাটারি। যা চার্জ করতে ল্যাপটের সঙ্গে একটি ২৩০ ওয়াটের কমপ্যাক্ট পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হবে।

ল্যাপটপটিতে আনুষাঙ্গিক অন্যান্য যেসকল সুবিধাদি থাকছে তা হল; কার্ড রিডার স্লট একটি, ইউএসবি টাইপ সি পোর্ট দুইটি (একটি থান্ডারবোল্ট পোর্ট), ইউএসবি টাইপ এ পোর্ট তিনটি, একটি এইচডিএমআই পোর্ট, পাওয়ার পোর্ট, ইথারনেট পোর্ট। ল্যাপটপটির ওজন ২ কেজি ২০০ গ্রাম।

আন্তর্জাতিক বাজারে ল্যাপটপটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৩ লাখ টাকারও বেশি। তবে অফিসিয়াল পরিবেশক না থাকায় এই ল্যাপটপটি বাংলাদেশে কখনো আসবেনা।

/এএস

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ১৯ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কিউবাকে গতকাল একটি ই-মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই ই-মেইলের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তিনি আগ্রহী এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন।

জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান। ইতোমধ্যে সান্ডারল্যান্ডের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বার্মিংহাম সিটির যুব দলে।

এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির ফুটবলার সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টের আবেদন প্রক্রিয়াধীন।

ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়ার পথ ধরে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার এই ধারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই বিষয়টি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী