পাঁচ ক্যামেরার স্যাম্যাংয়ের নতুন মোবাইল
ফিচার ডেস্ক
মোবাইলপ্রেমীদের জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড স্যামসাং তার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ‘স্যামসাং অসাম’ সিরিজের সর্বশেষ সংযোজন ‘স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫ জি’।
চমৎকার সব উদ্ভাবনী বৈশিষ্ট্যে তৈরি স্মার্টফোনটি। রয়েছে দুই দিন সচল থাকার মত ব্যাটারি লাইফ, পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লেবল) যন্ত্রাংশও।
আকর্ষণীয় রঙ এবং আরো দারুণসব বৈশিষ্ট্যে তৈরি হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে! আছে কিস্তিতে কেনার সুবিধা।
স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, ‘আমাদের স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫জি’ ফ্যাশনেবল, কার্যকর ও টেকসই মোবাইল ডিভাইস। এই মোবাইলের পেছনে রয়েছে দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিতকরণ। ডিভাইসটির সাইড বাটন ও সিম কার্ড ট্রে-এই দুটিতেই ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য পোস্ট-কনজিউমার ম্যাটেরিয়াল (পিসিএম)।’
টেকসই ডিজাইন আছে মোবাইলে। ডিভাইসটির ব্যাটারিকে দীর্ঘমেয়াদের জন্য আরো কার্যকর করে তোলা হয়েছে।
ফলে টানা দুইটি দিন ব্যাকআপের নিশ্চয়তা আছে। স্যামসাং দিয়েছে ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। তাতে ফোনটিতে ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই সারাদিন ধরে কথা বলতে পারবেন। ২৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিং অপশনের অতি শক্তিশালী এই ব্যাটারি স্মার্টফোনের লাইফ-সাইকেলকে বা জীবনপ্রক্রিয়াকে আরো উন্নত করেছে।
‘স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫ জি’তে রয়েছে ‘৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ‘৬.৪-ইঞ্চির দূর্দান্ত সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে’। নজরকাড়া ডিসপ্লেটি মোবাইলের স্ক্রিণকে করেছে ঝকঝকে। স্ক্রিনের বিষয়বস্তুকে স্পষ্ট করেছে। কাজের ধারাকে আরো মসৃণ করে তুলেছে।
আছে মোট পাঁচটি বিশেষ ক্যামেরা। ‘স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫ জি’ তে ৪৮ মেগা-পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগা-পিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগা-পিক্সেল ডেপথ ক্যামেরা ও একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সবগুলোর মিশেলে ব্যতিক্রমী ক্যামেরা সেটআপ স্মার্টফোনটির অনন্য বৈশিষ্ট্য। এই স্মার্টফোনে আবার একটি ১৩ মেগা-পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দুর্দান্ত সেলফি, ছবি তোলা ও ঝকঝকে ভিডিও কলের নিশ্চয়তা আছে। ফলে ফোন ব্যবহারের অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে।
স্যামসাং মোবাইল বাংলাদেশের প্রধান মো. মূয়ীদুর রহমান বলেছেন, “সর্বাধুনিক, উদ্ভাবনীর পূর্ণাঙ্গ একটি প্যাকেজ ‘স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫জি’। কন্টেন্ট হোক বা বন্ধুদের সাথে শেয়ারÑব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে অনন্য।”
তিনি জানিয়েছেন, “যেকোনো বাহ্যিক ক্ষতি এড়াতে স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫ জি’তে আছে ‘আইপি ৬৭ রেটিং’র ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স বা পানি ও বাতাসের দূষণ স্বক্ষমতা!”
মূয়ীদুর রহমান বলেছেন, “স্যামসাং গ্যালাক্সি-এ ৩৩ ৫ জি’ স্মাটফোনটি ৮/১২৮ ভ্যারিয়েন্ট, কালো, নীল ও জামবর্ণ-এই তিনটি খুব সুন্দর, নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে। কোনো সুদ ছাড়াই ছয় মাসের ইএমআই সুবিধায় কিনতে পারবেন যেকোনো ক্রেতা। দাম? মোটে ৩৭ হাজার ৫শ ৯৯ টাকা।”
ওএস।