ভিয়েতনামি ইউআই নিয়ে ওয়ালটন এস এইট মিনি
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। বিশ্ব বাজার ও গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ও ফিচারের সমন্বয় করে স্মার্টফোন বানানোর চেষ্টা করছে তারা।
এরই ধারাবাহিকতায় ওয়ালটন লঞ্চ করলো তাদের নতুন স্মার্টফোন এস এইট মিনি। একইসাথে এই প্রথমবারের মত ওয়ালটন তাদের স্মার্টফোনে আলাদা ইউজার ইন্টারফেস বা ইউআই ব্যবহার করা শুরু করলো। এতদিন ওয়ালটনের ফোনে গুগলের স্টক ইউআই ব্যবহৃত হতো। অবশেষে ব্যবহারকারীদের দাবির মুখে দারুণ সব ফিচারসহ ভিস্মার্ট ওএস বা ভিওএস এর প্রয়োগ করলো তারা। ভিস্মার্ট এর পুরো নাম ভেরি স্মার্ট অপারেটিং সিস্টেম। এই ইউআই সিস্টেমের মূল ডেভলপার ভিয়েতনামের ভিনস্মার্ট। ভিয়েতনামের বহুল প্রচলিত ভিস্মার্ট ব্র্যান্ডের স্মার্টফোনে এই ইউআই ব্যবহার করা হয়।
ওয়ালটন বলছে এই নতুন অভিজ্ঞতা স্মার্টফোনটি ব্যবহারে ব্যহারকারীকে অধিক স্বাছন্দ্য দিবে। বর্তমানে দেশের বাজারে স্মার্টফোনটির প্রি বুকিং অফার চলছে। প্রি বুকিং এর শেষ দিন ২৩ এপ্রিল। ওয়ালটন জানিয়েছে প্রি বুকিং দেওয়া গ্রাহকদের ডেলিভারি দেওয়ার সময় থেকেই সারাদেশে ফোনটি সহজলভ্য হবে।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের ছয় মিলিমিটার প্ল্যাটফরমের '৬৬৫' চিপসেট। আট কোরের এই প্রসেসরটি ২ গিগাহার্জ পর্যন্ত স্পিড আপ করতে সক্ষম। সহায়ক হিসাবে থাকছে ৪ ও ৬ গিগাবাইট র্যাম। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো ৬১০। আরও থাকছে ৬৪ গিগাবাইট স্টোরেজ সুবিধা। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড ইলেভেন অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকছে ভিস্মার্ট ওএস। এই ফোনটি পাওয়া যাবে ৪/৬৪ ও ৬/৬৪ দুটি ভ্যারিয়েন্টে।
ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির এলটিপিএস মনিটর। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৪০০ (ফুল এইচডি)। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়েছে ২.৫ ডি গ্লাস।
স্মার্টফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে ৪টি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৮ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১২০ ডিগ্রি আল্ট্রাওয়াইড। পোট্রেট ছবি তোলার জন্য তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ইমেজ সেন্সর। আর চতুর্থ ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ম্যাক্রো। সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ১৩ মেগাপিক্সেল ইমেজ সেন্সর সাথে থাকছে বিউটিফিকেশন অপটিমাইজেশন। ভিডিও করা যাবে ফোর কে ফরম্যাটে।
সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে স্টেরিও স্পিকার। দুটি সিমকার্ডের সঙ্গে আলাদা মেমোরি কার্ড স্লট থাকছে। মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত। ফোনটি প্লাস্টিক ফ্রেমের এবং ওজন ২০৫ গ্রাম। ফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। যা কুইক চার্জ থ্রি ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনের নিরাপত্তায় ব্যাকশেলে ব্যবহার করা হয়েছে ইনভার্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটি পাওয়া যাবে সাদা, কালো ও সবুজ তিনটি রঙয়ে।
যদিও ওয়ালটন এই স্মার্টফোনটি কে বলছে 'দি গেমিং ওয়ারিয়র'। তবে এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে এই স্মার্টফোনটি কেবল গেমিং এর জন্য নয়। এটি একটি ব্যালেন্সড ফোন যা প্রাত্যহিক কাজকর্মের পাশাপাশি টুকটাক হেভি ইউজ আর গেমিংয়ে মোটামুটি মানের পারফরম্যান্স দিবে। অর্থাৎ ফোনের ডিজাইন, লুক, ফিচার সব মিলিয়ে এটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন বানানোর চেষ্টা করেছে ওয়ালটন। এখন দেখার বিষয় বাংলাদেশের বাজারে থাকা অন্যান্য বহুজাতিক স্মার্টফোন কোম্পানি যেমন রিয়েলমি, শাওমি, ভিভো, স্যামসাং এর একই ফিচার সমৃদ্ধ স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় কতটা টিকে থাকতে পারে ওয়ালটনের এস এইট মিনি।
ওয়ালটন তাদের এস এইট মিনির দাম নির্ধারণ করেছে ১৩ হাজার ৯৯৯ টাকা। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই স্মার্টফোনটি প্রি বুকিং অফার দিচ্ছে ওয়ালটন। অফার উপলক্ষে ক্রেতা পাবেন ১ হাজার ৫০০ টাকার বিশেষ ছাড় এবং একটি আকর্ষণীয় টি শার্ট। ছাড়সহ ফোনটির মূল্য দাঁড়াবে ১২ হাজার ৪৯৯ টাকা। অফারটি পেতে যে কোনো ওয়ালটন ই প্লাজা বা ওয়ালকার্ট থেকে ১ হাজার ৫০০ টাকা বুকিং মানি দিয়ে ফোনটি প্রি বুক করতে হবে। অফারটি কেবল সাদা ও সবুজ রঙ এবং ৪জিবি ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য।
/এএস