প্রতিবন্ধীতা দূর করতে দরকার প্রযুক্তির ব্যবহার: মোস্তফা জব্বার
প্রতিবন্ধীতা দূর করতে প্রযুক্তির ব্যবহার দরকার বলে মন্তব্য করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সমাজে প্রতিবন্ধীদের যত রকম সহযোগিতা দরকার তা থাকে না। প্রতিবন্ধীদের প্রতি সামাজিক সচেতনতা একটু বাড়ছে, তবে তা যথেষ্ট নয়।
প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্রেইল ও স্ক্রিন রিডারের মতো নানা প্রযুক্তির উল্লেখ করে তিনি অভিভাবকদের প্রতি প্রতিবন্ধীদের প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ানোর পরামর্শ দেন। মন্ত্রীর মতে, প্রতিবন্ধীরা প্রযুক্তি নির্ভর হলে একসময় প্রতিবন্ধীত্বই থাকবে না।
শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে অবাক বাংলাদেশ লিমিটেড আয়োজিত প্রথমবারের মতো সারা দেশব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) সংগীত শিল্পীদের নিয়ে 'মন মাতানো গানের ভুবনে' সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের 'গ্র্যান্ড ফিন্যালে-২০২১' এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জব্বার এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিবন্ধীদের প্রযুক্তি নির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞ পাওয়া যাচ্ছে না বলেও জানান মন্ত্রী।
ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুইড বাংলাদেশ'র সহ-সভাপতি, আব্দুর রহমান ট্রাস্ট'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অবাক বাংলাদেশ'র উপদেষ্টা ফরিদ আহমেদ ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন ডা. আনোয়ার ফরাজী ইমন। বিশেষ অতিথি ছিলেন মনসুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অবাক বাংলাদেশ'র চেয়ারম্যান সোহেল রানা।
এমএ/এএস