যুদ্ধ নয়, শান্তি চাইলেন রাশিয়ান রুবলেভ
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করেছেন রাশিয়ান আন্দ্রে রুবলেভ। সেমিফাইনালে আলেকজান্ডার জেভেরেভকে ৬-৩, ৭-৬ (১১/৯) গেমে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপার লড়াই নাম লিখিয়ে রাশিয়ান তারকা বলেছেন, যুদ্ধ নয়, শান্তি চান তিনি।
ফাইনালে রুবলেভের প্রতিপক্ষ স্বদেশি দানিল মেদভেদেভ, যিনি শনিবার সেমিতে নোভাক জোকোভিচকে হারিয়েছেন। দুই রাশিয়ানের ফাইনালের আগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের বিরোধীত করলেন রুবলেভ। গত বছরও শিরোপা জয়ের পথে ক্যামেরার লেন্সের ওপর তিনি লিখেছিলেন ‘দয়া করে যুদ্ধ বন্ধ করুন’।
শুক্রবার ফাইনাল নিশ্চিতের পর রুবলেভ বলেছেন, ‘আপনারা এমন ভান করতে পারেন না যে কিছুই ঘটছে না। এটা (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) ভয়ংকর...এত সাধারণ নাগরিক কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে। আমি আশা করি যে শীঘ্রই প্রতিটি দেশে শান্তি আসবে।’
এমএমএ/