‘ফিফা দ্য বেস্ট’ তালিকা ঘোষণা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বছরের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘ফিফা দ্য বেস্ট’ পুরষ্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে স্বাভাবিকভাবেই বড় তারকারা জায়গা পেয়েছেন।
এ সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার দা সিলভার মতো তারকারা। এ ছাড়াও আছেন করিম বেনজেমা, রবার্ট লেভানদোস্কি, মোহাম্মদ সালাহ।
সোমবার (২২ নভেম্বর) রাতে ২০২১ সালের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ১১ জনের নাম ঘোষণা করে ফিফা।
২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দেয়া যাবে । ২০২২ সালের ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি), নেইমার (ব্রাজিল/পিএসজি), করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/ম্যানচেস্টার ইউনাইটেড), এরলিং হরল্যান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড), জর্জিনিয়ো (ইতালি/চেলসি), অ্যাঙ্গোলো কান্তে (ফ্রান্স/চেলসি), রবার্ট লেভানদোস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি) ও মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)।
/এসএ/