সাকিবের পরিবর্তে রাব্বিই দলে
ঢাকা প্রকাশের পাঠকেরা আগেই জেনে গেছেন নিউজিল্যান্ড সফরে ২ টেস্টের সিরিজে সাকিবের পরিবর্তে দলে সুযোগ পেতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বি।
নিউজিল্যান্ড সফরে বিসিবি সাকিব আল হাসানকে রেখেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল। কিন্তু দল ঘোষণার পর সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন। তার আবেদনের ২ দিন পর বিসিবি ছুটি মঞ্জুর করে। সাকিব ছুটি চাওয়ার পরই বিষয়টি সামনে চলে আসে কে যাচ্ছেন তার পরিবর্তে।
একটি সূত্রের বরাত দিয়ে ঢাকা প্রকাশ ৬ ডিসেম্বর 'সাকিবের পরিবর্তে রাব্বি!' শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল। তখন একটি বিষয় ছিল দোদুল্যমান। সাকিবের পরিবর্তে আদো কাউকে দলে নেয়া হবে কি না? ঢাকা প্রকাশের অনুসন্ধানে জানা গিয়েছিল যদি নেয়া হয় তাহলে ফজলে রাব্বিকেই নেয়া হবে।
অবশেষে বিসিবি বুধবার (৮ ডিসেম্বর) ঘোষণা দিল দলের সাথে রাব্বিই নিউ জিল্যান্ড রওনা হচ্ছেন।
এবারের জাতীয় ক্রিকেট লীগে বরিশাল বিভাগের হয়ে রাব্বি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। একটি সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে তিনি করেছিলেন ৬৩০ রান। টেস্ট ক্রিকেটে অভিষেকর অপেক্ষায় থাকায় ফজলে রাব্বি অবশ্য আর্ন্তজাতিক ক্রিকেটের স্বাদ গায়ে মেখেছেন আগেই। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ খেলেছিলেন। কিন্তু ভাগ্য ছিল প্রতিকুলে। দুই ম্যাচেই তিনি শুন্য রানে আউট হয়েছিলেন।
এমপি/এএস