বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন টাইগার উডস

ভেনেসা ট্রাম্পের সঙ্গে টাইগার উডস। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, রোববার এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস।

টাইগার উডস তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার ৬৪ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে লিখেছেন, "ভালোবাসা বাতাসে ভাসছে। তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর! আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্‌গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।"

ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। তাদের পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ট্রাম্প ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। কাই বর্তমানে টাইগার উডসের সন্তান স্যাম ও চার্লির সঙ্গে একই স্কুলে পড়াশোনা করছেন। সম্প্রতি, কাই ও চার্লি একটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি কিছু গসিপ ম্যাগাজিনে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। টাইগার উডস জানিয়ে ছিলেন যে, তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।

ভেনেসা ট্রাম্প ও টাইগার উডস। ছবি: সংগৃহীত

এদিকে, সাধারণত ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস, তবে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার কারণ এখনও স্পষ্ট হয়নি। এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়, যখন তিনি এবং স্কি তারকা লিন্ডসে ভন তাদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস জানিয়েছিলেন যে, পাপারাজ্জিদের ঝামেলা এড়াতে এবং তাদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছেন।

উডসের সন্তান স্যাম ও চার্লি তার সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের গর্ভে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে পরকীয়ার কারণে এলিন তাকে তালাক দেন। এরপর লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কের পর, উডসের জীবনে আসেন এরিকা হারম্যান, যার সঙ্গে তিনি ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন। তবে তাদের সম্পর্কও আইনি জটিলতায় পড়ে।

উল্লেখ্য, টাইগার উডস আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার গলফ খেলেছেন এবং ২০১৯ সালে ট্রাম্প তাকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন, যেখানে সৌদি আরবের সহায়তায় পরিচালিত এলআইভি গলফ টুর্নামেন্টের প্রভাব নিয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২৬ মার্চের গুরুত্ব তুলে ধরে বলেছেন, "এ দিনটি বাংলাদেশের জাতীয় জীবনে গৌরব এবং অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।" মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

সেনাপ্রধান তার বাণীতে আরও বলেন, “১৯৭১ সালের এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় মাইলফলক। দেশমাতৃকাকে পাকিস্তানি হানাদার বাহিনীর শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে মুক্তিকামী জনগণ সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয়, আর বাংলাদেশ স্থান করে নেয় স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে। এই কারণে ২৬ মার্চ আজও আমাদের জন্য এক গৌরবময় দিন।”

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবসে আমরা স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুশৃঙ্খল, দক্ষ এবং আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সুপ্রশিক্ষিত এবং সদা প্রস্তুত।”

তিনি যোগ করেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে যে কোনও দায়িত্ব পালনে প্রস্তুত এবং তার সেবা আগামী দিনেও অব্যাহত থাকবে।"

Header Ad
Header Ad

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন এবং কৃষি জমির টপ সয়েল বিক্রির কার্যক্রম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরবতায় এই কার্যক্রমটি ব্যাপক আকার ধারণ করেছে এবং প্রায় অর্ধ শতাধিক পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এছাড়াও কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

২০ মার্চ, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাংনী ইউনিয়নের বেতগাড়া গ্রামে সালামের ঘাট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় কুরফানের ছেলে রমজান। অবৈধ বালু উত্তোলন সম্পর্কে প্রশ্ন করলে রমজান জানান, তিনি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন। তবে ভাংনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা কাউকে বালু উত্তোলনের অনুমতি দিইনি এবং এই ব্যাপারে আমি কিছু জানি না।”

এছাড়াও কাফ্রিখাল ইউনিয়নের বুজরক তাজপুর এলাকায় শাহ আলম প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। মো. আবুল হোসেন নামক এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুরে পুকুর এবং আবাদি জমির মাটি ভেকু দিয়ে কাটার কাজ চলছে, যার ফলে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া, চেংমারি ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে কৃষি জমির টপ সয়েল বিক্রির অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, প্রশাসনের কর্মকর্তারা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেন না। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, প্রশাসনের কাছে অভিযোগ করার পরও অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়, এবং কিছুদিন পরেই বালু উত্তোলনকারীরা আবার শুরু করে একই কাজ। ভ্রাম্যমাণ আদালত অভিযানে আসার আগেই বালু ব্যবসায়ীরা স্থান ত্যাগ করেন, কারণ তারা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে আগে থেকেই খবর পেয়ে যান।

কৃষি বিশেষজ্ঞদের মতে, টপ সয়েল (জমির উৎকৃষ্ট প্রাণ) বিক্রি কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অংশেই জমির প্রাণ শক্তি থাকে, যা কৃষি উৎপাদনে সহায়ক। অথচ, মিঠাপুকুর উপজেলায় প্রশাসনের নীরবতায় টপ সয়েল বিক্রির মহোৎসব চলছে, যা ভবিষ্যতে কৃষি জমির উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুলতামিস বিল্লাহ জানান, “অভিযোগ পেলেই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা অভিযান পরিচালনা করি।” তবে তিনি স্বীকার করেন, কখনও কখনও অভিযানের খবর বালু উত্তোলনকারীদের কাছে পৌঁছে যায়। তিনি বলেন, “যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই কাজে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র জানান, “অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলায় অভিযান চলমান রয়েছে। আমরা কাউকে অনুমতি দেইনি। যদি কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে এমন কাজ করে থাকে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

এছাড়াও ২৪ মার্চ মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর, এনায়েতপুর, এবং বুজরুক তাজপুর এলাকায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক্টর, ভ্যান, পাম্প মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, অন্যান্য স্পটে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।

Header Ad
Header Ad

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতু টোল প্লাজা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বাড়ছে টোল আদায়ের পরিমাণ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

আহসানুল কবীর পাভেল আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকে নজরদারি রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান
মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি    
গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন, তাঁরা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস  
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক  
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন  
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল    
এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান  
একাত্তর আর চব্বিশ আলদা কিছু নয়: নাহিদ ইসলাম  
বড় বড় কথা বলা রাফিনিয়াদের মাঠেই চুপ করিয়ে দিলো আলভারেজরা  
শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ    
ডিএসসিসির রাজস্বে ভাটা, আদায় বাড়াতে ঈদের পর অভিযান
সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের
চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২২ হাজার টাকা
এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে
সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ চেয়ারম্যান মানিক গ্রেফতার