মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল। ছবি: তামিম ইকবাল
রংপুরের কাছে ম্যাচ হেরে এমনিতেই মেজাজ বিগড়ে ছিল তামিমের। শেষ ওভারে তিন চার তিন ছক্কায় ম্যাচ বের করেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরই হেলসের সঙ্গে তামিমের বাদানুবাদ শুরু হয়।
বিপিএলের নতুন করে আলোচনায় ক্রিকেটার তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বা হাতি এই দেশ সেরা ওপেনার । এই ঘটনায় আচরণবিধির লংঘন হওয়ায় শাস্তি দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সেইসঙ্গে সতর্কও করা হয়েছে।
বরিশাল দলীয় সূত্রে জানা গেছে, করমর্দনের সময় হেলস এমন একটি ভঙ্গি করেন, যা তামিমের কাছে অপমানজনক মনে হয়েছিল। তামিম তখন হেলসকে বলেন, ‘কিছু বলার থাকলে সরাসরি মুখে বলো... এই ভঙ্গি কেন?’
পেনাল্টি থেকে গোল করে নতুন বছর শুরু রোনালদোরপেনাল্টি থেকে গোল করে নতুন বছর শুরু রোনালদোর
এভাবেই দুজনের মাঝে বাদানুবাদ শুরু হয়। পরে তামিম উত্তেজিত হয়ে পড়েন। তাকে থামানোই যাচ্ছিল না। বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা এবং তার সতীর্থরা এসে তামিমকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ রেফারি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
তামিম ইকবাল দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি তামিমকে সতর্ক করা হয়েছে। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে অ্যালেক্স হেলস বলেছেনম ‘এটা লজ্জাজনক’। এরপর তামিমও গণমাধ্যমকে বলেছেন, জুনিয়র একজন ক্রিকেটারকে বারবার অ্যাবিউজ করায় হেলসের ওপর তিনি চটে যান।