ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব
সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত
সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ। প্রায় ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে যা কিনা প্রথম। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় আবারও ফেইল করেছেন।
বিসিবি এখনও লিখিত ফলাফল না পেলেও, সাকিব আবারও ফেইল করলে একবছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ২০১৯ সালের শেষদিকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাকিব এবার এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন বোলিং করা থেকে।
মূলত পরপর দুইবার লিখিত পরীক্ষায় বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে পরের এক বছর কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না, এটিই আইসিসির নিয়ম। তাই চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ফের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন বাংলাদেশের এই কিংবদন্তি অলরাউন্ডার।
বেশ কয়েকদিন ধরেই সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে চলছে আলোচনা। সাকিবকে খেলানো নিয়ে বিসিবির মধ্যে আগ্রহ থাকলেও, সাকিব খেলতে পারবেন কিনা তা সময়ই বলে দিবে। তবে ব্যাট হাতে দুঃসময় পার করা সাকিবকে বোলিং ছাড়া খেলানোর সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে টিম ম্যানেজমেন্টকে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব।