তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমে শুরুতেই দুই উইকেট
তৃতীয় ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত
সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাটিং করে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তাই অনুমেয় ছিল, টস জিতে বোলিং নেবেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মেহেদী হাসান মিরাজকে সেই সুযোগ দিলেন না শাই হোপ। সেন্ট কিটসের ব্যাটিং স্বর্গে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন উইন্ডিজ অধিনায়ক।
গত ১০ বছরের মধ্যে প্রথমবারে মতো ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে তিন বিভাগেই নিজেদের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ মিরাজদের সামনে। যদিও শুরুটা ভালো হয়নি।রানের খাতা না খুলেই ফিরেছেন লিটন দাস ও তানজিদ তামিম।
একাদশে তিন পরিবর্তন
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে তিন পরিবর্তন। তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজীম সাকিব বিশ্রামে। তাদের পরিবর্তে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ একাদশে এসেছেন।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরপর দুই ম্যাচে 'টেলস' ডাকলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুদ্রায় উঠল 'হেডস।' পরপর দুই ম্যাচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিদ্ধান্ত একই রাখলেন শেই হোপ। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। আগের দুই ম্যাচের ব্যবহৃত উইকেটে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো করার আশা মিরাজের।