ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত
পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ গেল ভারতের ঘরে। শনিবার (৫ ফেব্রুয়ারি) ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছে তারা। ধারাবাহিকতা বজায় রেখে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব ঘরে তুলল ভারত। এই নিয়ে মোট ৮ বার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় যুব দল। এর আগে ২০০০, ২০০৮, ২০১২ এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারত।
এই নিয়ে টানা চারবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। ২০১৮ সালের যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ২০২০ সালের যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে।
অন্যদিকে, ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পায়। এর আগে তারা ১৯৯৮ সালে একবার মাত্র যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রিটিশদের।
গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারায়। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানে পরাজিত করে। তৃতীয় ম্যাচে উগান্ডাকে ৩২৬ রানে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে পরাজিত করে।
যুব বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনালে টস জিতে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জর্জ থমাস ও জেকব বেথেল। ভারতের হয়ে বোলিং শুরু করেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। প্রথম ওভারে ২ রান ওঠে। ফাইনালের ১ ওভার ৫ বলে ব্রিটিশ ওপেনার জেকব বেথেলকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান রবি। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন বেথেল। ইংল্যান্ড দলগত ৪ রানে প্রথম উইকেট হারায়। প্রথম ২ ওভারে ২ উইকেট নিয়ে বাংলার রবি কুমার ইংল্যান্ড শিবিরে প্রাথমিক ধাক্কা দেন।
৪৪ ওভার ৫ বলে রাজ বাওয়ার বলে উইকেটকিপার দীনেশের দস্তানায় ধরা পড়ে যান জোশুয়া বয়ডেন। ইংল্যান্ড ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। বয়ডেন ৫ বলে ১ রান করে আউট হন। জেমস সেলস দুটি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে জর্জ থমাস ২৭, জেকব বেথেল ২, টম প্রেস্ট ০, জেমস রিউ ৯৫, উইলিয়াম লাক্সটন ৪, জর্জ বেল ০, রেহান আহমেদ ১০, অ্যালেক্স হর্টন ১০, জেমস সেলস অপরাজিত ৩৪, থমাস আসপিনওয়াল ০ ও জোশুয়া বয়ডেন ১ রান করেন।
রাজ বাওয়া ৯ ওভার ৫ বলে একটি মেডেনসহ ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। রবি কুমার ৯ ওভারে একটি মেডেনসহ ৩৪ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। ২৯ রানে ১ উইকেট নিয়েছেন কৌশল তাম্বে।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান। এছাড়া ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন বয়ডেন, সেলস ও আসপিনওয়াল।
ভারতের একাদশ
অংকৃষ রঘুবংশী, হরনূর সিং, শেক রশিদ, যশ ধুল (ক্যাপ্টেন), নিশান্ত সিন্ধু, দীনেশ বনা (উইকেটকিপার), রাজ বাওয়া, কৌশল তাম্বে, রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল ও রবি কুমার।
ইংল্যান্ডের একাদশ
জর্জ থমাস, জেকব বেথেল, টম প্রেস্ট (ক্যাপ্টেন), জেমস রিউ, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, অ্যালেক্স হর্টন (উইকেটকিপার), থমাস আসপিনওয়াল, জেমস সালস ও জোশুয়া বয়ডেন।
এসএ/