কোহলির অন্য রকম ফিফটি
সেঞ্চুরি; একজন ব্যাটসম্যানের চির আরাধ্য। কিন্তু বিরাট কোহলির কাছে তা যেন মামুলি ব্যাপার। ১৩ বছরের আর্ন্তজাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা ৭০টি। টেস্টে ২৭টি, ওয়ানডেতে ৪৩টি।
হাফ সেঞ্চুরির কথা বললে তা যেন বিরাট কোহলির কাছে নানা বাড়ির দুধভাত। টেস্টে ২৭, ওয়ানডেতে ৬২ এবং টি-টোয়েন্টিতে ২৯টি। সেই কোহলি টেস্ট ক্রিকেটে অন্য রকম এক হাফ সেঞ্চুরি করেছেন। সেটি ছিল ৫০তম জয়ের।
অর্থাৎ কোহলি তার ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে ৫০ তম জয় পেলেন আজ। আর সে মাইলফলকটি কোহলি অর্জন করলেন আজ নিউজিল্যান্ডকে ভারতের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় দিয়ে। এই ম্যাচে ভারত জিতেছে ৩৭২ রানের ব্যবধানে। অথচ ম্যাচটির দুই ইনিংসে কোহলির কোনো হাফ সেঞ্চুরি ছিল না।
এখানেই কিন্তু থেমে নেই কোহলির অর্জন। রঙিন পোশাকের দুই ফরম্যাটে তিনি আগেই তা অর্জন করেছিলেন। যার মধ্যে রয়েছে তিন ফরম্যাটে ৫০ জয়, বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় নজির আর নেই। টেস্ট ক্রিকেটে কোহলির ৫০ জয় এসেছে ৯৭ ম্যাচে। ওয়ানডেতে তার জয়ের সংখ্যা ১৫৩টি, ম্যাচ খেলেছেন ২৫৪টি। টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচ খেলে জয় পেয়েছেন ৫৯টিতে।
এমপি/এএন