মোহামেডান-শেখ রাসেল ম্যাচ ড্র

ঐতিহ্যবাহী মোহামেডানের প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। মোহামেডানের হয়ে সুলেমান দিয়াবাত গোল করে দলকে এগিয়ে নেয়ার পর শেষের দিকে আইজার আখমেতভের গোলে ম্যাচে সমতায় ফিরে শেখ রাসেল। ফলে দুই দলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।
টঙ্গি আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে দুই দলের খেলা ছিল ঘটনাবহুল। দুই দলই এক সময় পরিণত হয় ১০ জনের দলে। প্রথমে শেখ রাসেল ১০ জনের দলে পরিণত হয় ২৩ মিনিটে। মোহামেডান ১০ জনে নেমে আসে ৬৭ মিনিটে।
খেলায় মোহামেডানের আধিপত্য ছিল সুস্পষ্ট। তাদের একাধিক গোলের চেষ্টা প্রতিহত করে দেন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার সেই চেষ্টাগুলো ছিল প্রথম গোল হজমের পর। ২৩ মিনিটে গোল হজম করার পাশাপাশি ১০ জনের দলে নেমে আসে শেখ রাসেল। জটলার মধ্যে থেকে দিয়াবাতের হেড গোলে প্রবেশের সময় হাতে দিয়ে আটকানোর চেষ্টা করেন সাদউদ্দিন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। বল জালে প্রবেশ করে। পাশাপাশি সাদউদ্দিনকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় তাকে। সুলেমান দিয়াবাত গতবার মোহামেডানের হয়ে সবচেয়ে বেশি ১৩টি গোল করেছিলেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ছিলেন ষষ্ট স্থানে। মোহামেডানও লিগে ষষ্ট হয়েছিল।
১০ জনের দলকে পেয়ে মোহামেডানের আক্রমণের ধার বেড়ে যায়। ২৬ মিনিটে দিয়াবাতের চেষ্টা প্রতিহত করেন আশরাফুল ইসলাম রানা। ৩৩ মিনিটে মোহামেডানের ব্যবধান দ্বিগুন হতে দেননি সেই রানা। গোলপোষ্টের খুব কাছাকাছি থেকে অস্ট্রেলিয়ার রক্ষণভাগের খেলোয়াড় অ্যারন জন রিয়ারডনের হেড গোল হতে দেননি রানা। ৩৬ মিনিটে একইভাবে শেখ রাসেলকে সমতায় ফিরতে দেননি মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন। একজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভেতর থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার থিয়াগো এডুয়ার্দো আমারালের নেওয়া শট সুজন ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। পর্তুগিজ স্ট্রাইকার ইসমায়েল রুতি তাবারেজের ফিরতি শট বাইরে দিয়ে চলে যায়।
প্রথমার্ধে মোহামেডান ১-০ গোলে এগিয়ে থাকে। ৬৭ মিনিটে তারা ১০ জনের দলে নেমে আসে। বল দখলের লড়াইয়ে গিয়ে মাসুদ রানার পা রহমত মিয়ার মাথা র্স্পশ করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এই সময় শেখ রাসেল গোল পরিশোধের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয়। সফলও হয় ৮৫তম মিনিটে। রহমত মিয়ার কর্ণার থেকে কিরগিস্তানের আইজার আখমেতভের হেড ঠিকানা খুঁজে পায় (১-১)।
এমপি/এসআইএইচ
