সাকিবের পরিবর্তে রাব্বি!
নির্বাচকরা দলে রাখার পরও নিউ জিল্যান্ড সফরে সাকিব যে যাবেন না তা আগেই এক প্রকার ঠিক হয়ে ছিল।
সোমবার বিসিবি সভাপতি সাকিবের ছুটি মঞ্জুর করার পর তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখন সেখানে দেখার বিষয় সাকিবের বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হচ্ছে?
এমনিতে নিউ জিল্যান্ড সফরে দল ঘোষণা করা হয়েছিল অনেক বেশি, ১৮ জনের। সাকিব না যাওয়াতে তা এখন ১৭ জনে। এক সাকিব দলে না থাকা মানে দুই জন ক্রিকেটারের ঘাটতি। কিন্তু সাকিবের বিকল্প সেই ক্রিকেটারতো বাংলাদেশে নেই। এমনকি আশে-পাশে নেই কেউ। তারপরও একজনকে নিতে হবে। কে হতে পারেন তিনি? জানা গেছে সে ক্রিকেটার হতে পারেন ফজলে রাব্বি। বাঁহাতি ব্যাটার ও বাঁহাতি অর্থোডক্স স্পিনার।
মাত্র শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে তিনি ছিলেন রানের মাঝে। বরিশালের হয়ে ৬ ম্যাচ খেলে ১২ ইনিংসে তার ছিল ১৮৮ ও অপরাজিত ১৭, ৭৩ ও ০, ৭৬ ও ২১, ৭০ ও ৭৬ এবং ১২ ও ১০। তবে বল হাতে নেই কোনো সাফল্য।
শেষ পর্যন্ত তিনি ডাক পেলে এবং সেরা একাদশে খেলার সুযোগ পেলে নিউ জিল্যান্ডের কঠিন কন্ডিশনে হবে টেস্ট অভিষেক। দিতে হবে অগ্নিপরীক্ষা। অবশ্য ২০১৮ সালে তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তবে তা রাব্বি ভুলেই যেতে চাইবেন। ঢাকা ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলে দুইটিতেই কোনো রান করতে পারেননি।
অবশ্য ফজলে রাব্বির দলে সুযোগ পাওয়া নির্ভর করছে সাকিবের পরিবর্তে দলে কাউকে নেয়া হলে। কারণ, এমনিতেই সাকিব ছাড়া দল ১৭ জনের। যে কারণে সাকিবের পরিবর্তে অন্য কাউকে দলে নাও নেওয়া হতে পারে।
এমপি/এমএমএ/