জাতীয় মহিলা দাবায় এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম
ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। ছবি: সংগৃহীত
জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। বাংলাদেশ নৌবাহিনীর এই দাবাড়ু ১০ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এক রাউন্ড বাকি থাকতে শিরোপা জিতে নেন।
বুধবার (২৯ মে) দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
জাতীয় মহিলা দাবায় টানা দ্বিতীয়বারের মতো সেরা হয়ে নোশিনের প্রতিক্রিয়া, ‘গতবারের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়েছে। এবার অনেক নতুন দাবাড়ু ছিল, তারা বেশ চ্যালেঞ্জ দিয়েছে।’ তিনি যোগ করেন, ‘দুবার চ্যাম্পিয়ন হওয়ার পর এখন আমার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জেতা।’ দেশের মহিলা দাবাড়ুদের সেরা নোশিন আঞ্জুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় রয়েছেন।
এদিকে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় স্থানে, সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে কুমিল্লার মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা চতুর্থ স্থানে রয়েছেন।
দশম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন।
গোপালগঞ্জের মহিলা ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ নড়াইলের নীলাভা চৌধুরীকে পরাজিত করেছেন।