চলছে আর্জেন্টিনার জয়যাত্রা
চিলির পর কলম্বিয়ার বিপক্ষেও চলেছে আর্জেন্টিনার জয়যাত্রা। অথচ দলে নেই অধিনায়ক লিওনেল মেসি! করোনায় আক্রান্ত হওয়ার পর ধকল সামলাতে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে মেসিকে রাখা হয়নি। এ সুযোগে নেতৃত্ব দিচ্ছেন ডি মারিয়া। তার নেতৃত্বেও জয়যাত্রায় হেরফের হয়নি। টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে।
বুধবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার করদোবায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধেই গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে দুই দল। কলম্বিয়া যদিও তেমন সুবিধা করতে পারছিল না। একটু একটু করে চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচের শুরুতেই দূর থেকে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেওয়া ডি মারিয়া এদিনও তেমন এক চেষ্টা করেন।
আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত দলটি ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কাস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্টিনেজ। এর আগে চিলির বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন এই ফরোয়ার্ড।
বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের প্রচেষ্টায় সে যাত্রায় গোল করা যায়নি।
দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে চেষ্টা করেন ডি মারিয়া। তার বুলেট গতির শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কামিলো ভারগাস।
ম্যাচের ৬৯তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ। ম্যাচের প্রেক্ষাপটে কলম্বিয়ার গোলরক্ষকের জন্য যা বড় এক স্বস্তিরই বলা যায়। পুরোটা সময়ই দারুণ সব আক্রমণ গড়ে ও দূরপাল্লার শটে ভীতি ছড়ান তিনি।
করোনা আক্রান্ত থাকায় চিলির বিপক্ষে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে হাজির ছিলেন তিনি।
আগের ম্যাচে চিলির বিপক্ষে জয় এলেও সেটি সহজ ছিল না আলবিসেলেস্তেদের জন্য। ঘরের মাঠে দুইবারের বিশ্বজয়ীদের বলতে গেলে কাঁপন ধরিয়ে দিয়েছিল চিলি। বারবার সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই শেষ করতে পারতো স্বাগতিকরাই।
তবে ম্যাচের শুরুর দিকে চিলির বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। নবম মিনিটেই দৃষ্টিনন্দন শটে দলকে এগিয়ে নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঝ মাঠ থেকে একাই বল টেনে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জরালো শটে চিলির জাল ভেদ করেন এই স্ট্রাইকার।
ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় পিছিয়ে যেত পারতো আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে চিলি স্ট্রাইকারের নেওয়া শট অল্পের জন্য জালে জড়ায়নি। নিজেদের ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চিলি।
বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে কাতার যাত্রার পথে এক পা দিয়ে রেখেছে ইকুয়েডর।
এসএ/