নিসের কাছে হেরে পিএসজির বিদায়
নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। খেলার নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর পেনাল্টিতে ৬-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয় নিস।
করোনাভাইরাস থেকে সেরে উঠে লিওনেল মেসি এদিন ১০ নম্বর জার্সি পরে খেলছিলেন পিএসজির শুরুর একাদশে। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে পিএসজির বিবর্ণ প্রথমার্ধে গোলমুখে একটিমাত্র শট নিয়েছিলেন তিনিই!
বিরতির পরও মাঝমাঠের দখলকে প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত নিয়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল পিএসজিকে। এই অর্ধেও একটাই শট গিয়েছে নিসে গোলমুখে, লিয়ান্দ্রো পারেদেসের সেই শটটাও ঠেকাতে গোলরক্ষক বুলকার কোনো সমস্যাই হয়নি।
নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপে। তবে পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন নিস গোলরক্ষক মার্চিন বুকা।
নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। শেষতক মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।
আরএ/এসএ/