তৃতীয় দিনে বাংলাদেশের ইতিবাচক মাইন্ডসেট থাকবে: বাবুল
টেস্ট ক্রিকেটে প্রতিদিনের খেলা শেষে দুই দলের দুই সেরা পারফর্মার সংবাদ মাধ্যমে আসেন কথা বলতে। অনেক সময় তারা না এলে প্রতিনিধি হয়ে আসেন অন্য কেউ। এবার সেজন্য কথা বলতে এলেন কোচিং প্যানেলের অর্ন্তবর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। তিনি জানালেন টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশের খেলোয়াড়দের ইতিবাচক মাইন্ডসেট থাকবে।
বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সাকুল্যে মাত্র ৬.২ ওভার, দুই পেসার খালেদ ৩.২ ও এবাদত ৩ ওভার বোলিং করেছেন। অন্যদিকে ব্যাট হাতে পাকিস্তানের আজহার আলী ১৫ ও দলপতি বাবর আজম ১২ রান যোগ করেন। এ অবস্থায় বলার আর কী থাকতে পারে! তারপরও বলতে হয়। সেজন্যই বলার কাজটি করেছেন মিজানুর রহমান বাবুল।
দুই দিন গত হয়েছে ঢাকা টেস্টের। বৃষ্টি আর আলোর স্বল্পতার কারণে দুই সেশন খেলা হয়েছে। এ রকম পরিস্থিতিতে ম্যাচের সম্ভাব্য গতিপথ ড্র-ই হয়ে থাকে! কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ বলে সে কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। বাকি তিনদিন পুরোটা সময় খেলা হলে বাংলাদেশ প্রতিরোধ গড়তে পারে, আবার ভেঙেও পড়তে পারে। এখন এগুতে হবে ডে বাই ডে।
তৃতীয় দিন বাংলাদেশের স্ট্র্যাটেজি পজেটিভ থাকবে বলে জানালেন মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘আমাদের মাইন্ডসেট ইতিবাচক আছে। চট্টগ্রামে আমরা হারার পরেও মিরপুরে এসে আমাদের অনুশীলন, আমাদের মিটিং, ছেলেদের শরীরী ভাষা কিন্তু ইতিবাচক ছিল। আমাদের ছেলেরা ওই হারের প্রতিশোধ নিতেই খেলছে। হ্যাঁ এটা ঠিক যে শুরুটা ভালো হয়নি। কিন্তু তারা সব ভাবেই ইতিবাচক আছে।’
এমপি/এএন