বেইজিং অলিম্পিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের নাশকতার অভিযোগ
বেইজিং অলিম্পিকে নাশকতার পরিকল্পনার করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে চীন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র চায়না ডেইলির এক প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই অভিযোগের বিষয়টি স্বীকার করেছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে এমন অভিযোগ আনল চীন। চীনকে সমালোচনার মুখে ফেলতেই এই পরিকল্পনা করছে বলে অভিযোগ দেশটির।
চায়না ডেইলি নামে ওই সংবাদপত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বেইজিং অলিম্পিককে বাধাগ্রস্ত করতে এবং অলিম্পিক গেমস চলাকালে নাশকতা করতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের টাকা দিয়ে হাত করেছে। চীন অলিম্পিক আয়োজনে ব্যার্থ হয়েছে এমন দুর্নামের ছড়াতেই এসব করছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ বেইজিংয়ের।
যুক্তরাষ্ট্র অবশ্য আগেই ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, বেইজিং এর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ওই গেমসে কোনও সরকারি প্রতিনিধি পাঠানো হবে না। তবে মার্কিন অ্যাথলেটরা গেমসে অংশ নেবেন এবং তারা সরকারের পূর্ণ সমর্থন পাবেন।
কেএফ/