সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সিমন্সের বিস্ফোরক সেঞ্চুরি

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি করলেন সিলেট সানরাইজার্সের উইন্ডিজের ব্যাটসম্যান লিন্ডলে সিমন্স। তার মারকুটে ৬৫ বলে ১১৬ রানের ইনিংসে ছিল ৫টি মনমুগ্ধকর ছক্কার সঙ্গে ১৪টি বাহারি বাউন্ডারি। বলের হিসেবে সিমন্স অর্ধেকের সামান্য ( ১২০ বলেল মাঝে ৬৫ বল) বেশি খেলে রানও করেছেন অর্ধেকের বেশি। ১৭৫ রানের মাঝে তারই রান ১১৬। শতকরা হিসেবে ৬৬.২৮৫ ভাগ।

বিপিএল মানেই কিন্তু চার-ছক্কার ফুলঝরি নয়। মাঝে মাঝে তা দেখা যায় বিজলি চমকানোর মতো। এবার যেমন করে দেখালেন সিমন্স। এবারের বিপিএলও কিন্তু দর্শকদের রানের উৎসব উপহার দিতে পারেনি। প্রথম ম্যাচতো ভয়াবহ রান খরা চলছে। সেই রান খরা ঢাকার পর চট্টগ্রামেও বহমান ছিল। প্রথম ম্যাচে রান উঠেছে ঢাকার তুলনায় সামান্য কিছু বেশি ১৪৩। ঢাকায় দ্বিতীয় ম্যাচে আবার তুলনামূলক রান হয়েছে। চট্টগ্রামেও সেই স্রোত ছিল। যেখানে নতুন করে ঢেউ তুলেন সিমন্স সেঞ্চুরি করে। বিপিএলে এবারের আসরে যেমন এটি ছিল প্রথম সেঞ্চুরি, তেমনি সিমন্সেরও ছিল বিপিএলে প্রথম। আর তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় আগের সেঞ্চুরি ছিল আইপিএলে অপরাজিত ১০০ রান। আবার বিপিএলে সেঞ্চুরির তালিকায় ২২তম।

বিপিএলে সিমন্স এবার সিলেটের পক্ষে খেলার আগে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইটানসের হয়ে খেলেছেন। এবার সিলেট তাকে সরাসরি নিয়েছিল। তাদের পছন্দ যে যথার্থ ছিল সিমন্স তার প্রমাণ দিলেন এই ম্যাচে সেঞ্চুরি করে। দলে কিন্তু দেশি-বিদেশি যাই বলা হোক না কেন, তারকা ক্রিকেটারদের ঘাটতি খুব প্রবল ছিল। দেশি-বিদেশি মিলিয়ে তারকা বলতে একমাত্র তাসকিন আহমেদই। এবারের আসরে সিলেটকে বলা হয়েছিল সবচেয়ে দুর্বল দল। কিন্তু মাঠের খেলায় তারা নিজেদের অন্য রকম শক্তি হিসেবে প্রমাণ করে চলেছে। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাত্র ৯৬ রান করেও তারা লড়াই করে ম্যাচ হেরেছিল মাত্র ২ উইকেটে। পরের ম্যাচে তারকায় ঠাসা শক্তিশালী ঢাকাকে মাত্র ১০০ রানে অলআউট করে হারিয়েছিল ৭ উইকেটে। এই ম্যাচেতো সিমন্সের সেঞ্চুরিতে জেতার মতো স্কোর নামের পাশে জমা করেছে।

সিমন্স ৩৩ বলে হাফ সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করতে বল খেলেন ৫৯টি। চারটি ছক্কার সঙ্গে ছিল ১২টি চারের মার। আন্দ্রে রাসেলের এক ওভারে পরপর দুই চারে সেঞ্চুরি পূর্ণ করে পরের বলে আবার ছক্কা হাঁকিয়েছিলেন। পরে আবার সেই রাসেলকেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে তামিম ইকবালের হাতে ধরা পড়ে বিদায় নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলে।

সিমন্সের বিপিএলে এটি প্রথম সেঞ্চুরি হলেও মোট ২২ সেঞ্চুরির মাঝে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল একাই করেছেন ৫টি। তিনি দুইটি করে করেন এক মৌসুমে। ২০১২ সালে বরিশালের হয়ে ১১৬ ও অপরাজিত ১০১ রানের ইনিংস খেলার পর ২০১৩ সালে ঢাকার হয়ে খেলে করেন ১১৪ রান। এরপর ২০১৭ সালে খেলেন রংপুর রাইডার্সের হয়ে। ফাইনালে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলার আগে লিগ পর্বে খেলেছিলেন আরেকটি অপরাজিত ১২৬ রানের ইনিংস। এ ছাড়া দুইটি সেঞ্চুরি আছে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান এভিন লুইসের। তিনি ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে অপরাজিত ১০১ রান করেন। এরপর ২০১৯ সালে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেন আরেকটি অপরাজিত ১০৪ রানের ইনিংস। এ ছাড়া আর কারোই দুইটি সেঞ্চুরি নেই। একটি করে সেঞ্চুরি আছে আহমেদ শাহজাদ (১১৩*), শাহরিয়ার নাফিস (১০২*), মোহাম্মদ আশরাফুল (১০৩*), সাব্বির রহমান (১২২), জনসন চার্লস ( ১২৬*), জন ইভান্স (১০৪*), আলেকজান্ডার হলস (১০০), রাইলি রোসো (১০০*), ডি ভিলিয়ার্স ( ১০০*), তামিম ইকবাল (১৪১*), আন্দ্রে ফ্লেচার (১০৩*), ডেভিড মালান (১০০), নাজমুল হোসেন শান্ত (১১৫)।

এমপি/এসআইএইচ

 

 

Header Ad
Header Ad

এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ৮০৩ নং মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়েলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনিকা জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। বর্তমানে এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী নিবাসে থাকতেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী হোস্টেলে কয়েকজন মেয়ে মিলে থাকতেন। রাতে ছাত্রী হোস্টেলের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদেরকে জানায়। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

এ ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করার জন্য থানা পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Header Ad
Header Ad

চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  

ছবিঃ সংগৃহীত

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ বন্ধ করে দেয়া নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে এই আদেশ দেন।

এ সময় আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট কাজী আখতার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ ও ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে ১৬ বছর পর চ্যানেল ওয়ান খুলতে সব আইনি বাধা কাটলো।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ এপ্রিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করা হয়েছিল। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে,আবেদনটি খারিজ হয়ে যায়।

সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে। আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে।

চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

Header Ad
Header Ad

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  

ছবিঃ সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান অভিযোগ করেন নেতানিয়াহু ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করেছেন, যা চুক্তির সরাসরি লঙ্ঘন এবং প্রথম পর্যায়ের চুক্তির বিপর্যয় ঘটিয়েছে।

গোলান এক টুইট বার্তায় উল্লেখ করেন, নেতানিয়াহু বন্দিদের মুক্তি স্থগিত করার আদেশ দিয়েছেন, চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন এবং প্রথম পর্যায়ের চুক্তি ধ্বংস করেছেন, যেমন আমরা আগেই সতর্ক করেছিলাম।

গোলান, যিনি নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচক বলে পরিচিত, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ভাইবোনদের খেসারত দিয়ে বিরোধী দল প্রধানমন্ত্রীকে তার পদে থাকতে দেবে না।

তিনি আরও বলেন, বিবি (নেতানিয়াহু), যদি তুমি চুক্তি ধ্বংস করো, তবে সবকিছু অগ্নিগর্ভ হয়ে উঠবে।

হামাসের পক্ষ থেকে মুক্ত ৬ জন বন্দির বিনিময়ে শনিবার ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরাইলের। তবে, তেল আবিব এটি স্থগিত করে দাবি করেছে বন্দি হস্তান্তরের অনুষ্ঠান আপমানজনক ছিল।

গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি গত মাসে কার্যকর হয়েছিল, যা ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের বিরতি দেয়। এই যুদ্ধে ৪৮,৩০০ এরও বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, এবং গাজা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োাভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক আদালতে গাজায় তার যুদ্ধে গণহত্যার অভিযোগের মুখোমুখি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে নিউজিল্যান্ড  
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা
ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, একাডেমিক শাটডাউন ও লংমার্চের ঘোষণা
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দুটি সময়সীমা নির্ধারণ: সিইসি
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
আহতদের চিকিৎসা বন্ধে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ শেখ হাসিনার নির্দেশ ছিলো