দ্রুতই রানে ফিরতে চান মুশফিক
ব্যাটে খুব ভালোভাবেই রান খরা চলছে মুশফিকুর রহিমের। তা যেমন আন্তর্জাতিক ক্রিকেটে, তেমনি ঘরোয়া ক্রিকেটেও। বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিমের ব্যাট একেবারেই হাসেনি। দুই ম্যাচ খেলে রান করেছেন ৬ ও ১১। এর আগে নিউ জিল্যান্ড সফরেও তার ব্যাট সেভাবে হাসেনি। একটি টেস্ট খেলে রান করেছিলেন ১২ ও অপরাজিত ৫। তার এই রান খরা চলছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকেই। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার দুই টেস্টে দুইটি হাফ সেঞ্চুরি ছিল। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভালো করতে পারেননি। মূলত টি-টোয়েন্টি ম্যাচেই তিনি ভালো করতে পারছেন না। এই ভালো করতে না পারার কারণে তাকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ দেওয়া হয়েছিল। যদিও নির্বাচকরা বলেছিলেন তাকে বিশ্রামে রাখা হয়েছিল। সেই মুশফিক রানে ফিরতে মরিয়া। এই বিপিএলেই তিনি ফিরতে চান রানে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি বলেন, ‘অবশ্যই সবারই চেষ্টা থাকে ম্যাচে অবদান রাখার। আশা করছি তাড়াতাড়ি যেন বড় রান করতে পারি। টপ অর্ডারে যেহেতু খেলি, পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব যেন বড় রান করতে পারি এবং তাঁতে দল যেন লাভবান হয়। কাল (২৮ জানুয়ারি শুক্রবার) থেকে এটাই আমার মূল লক্ষ্য।’
খুলনা টাইগার্স শুক্রবার মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জোর্সের বিপক্ষে। এই দুই দলই ঢাকায় নিজেদের সর্বশেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। যেখানে চট্টগ্রাম জয়ী হয়েছিল ২৫ রানে। সেটি ছিল চট্টগ্রামের তিন ম্যাচে দ্বিতীয় জয় আর খুলনার দুই ম্যাচে প্রথম হার। আজ একদিকে যেমন চট্টগ্রামের আরো এগিয়ে যাওয়ার পালা, তেমনি খুলনার প্রতিশোধ নেয়ার পাশাপাশি জয়ে ফেরারও।
এই ম্যাচে তারা ফিরে পাচ্ছে করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসা সৌম্য সরকারকে। মুশফিকুর রহিম বলেন, ‘কোভিডের পড়ে আমাদের যে তিনজন ফিরেছে তাঁরা মানসিক এবং শারীরিকভাবে ফিট। আগামীকাল থেকে ম্যাচের জন্য বিবেচিত হবেন তাঁরা।’
সৌম্য সরকার ফেরাতে বেশি খুশি মুশফিক। গত দুই ম্যাচে তাকে খুব বেশি মিস করেছেন বলেও জানান তিনি। মুশফিক বলেন, ‘প্রথম দুই ম্যাচে তাঁকে না পাওয়াটা আমাদের দলের জন্য বড় ধাক্কা ছিল। কারণ ও তো শুধু ব্যাটিংয়েই না স্লিপ ও আউটফিল্ডেও দারুণ একজন ফিল্ডার। আমরা অবশ্যই তাঁকে মিস করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে যদি কালকের ম্যাচে খেলে তাহলে আশা করছি যে কারণে আমরা তাঁকে নিয়েছি, সেই ইমপ্যাক্ট যেন রাখতে পারে এবং আশা করছি আমাদের টপ অর্ডারে ভালো ইনপুট দিতে পারবে।’
এমপি/এসআইএইচ