ছয় মাস টি-টোয়েন্টি ক্রিকেটেকে তামিম ইকবালের না
শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দেননি দেশের অন্যতম সেরা ক্রিকেটার পঞ্চ পান্ডবের এক পান্ডব তামিম ইকবাল। আপাতত ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেট মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন। এই সময় তিনি সম্পূর্ণ নিজেকে মনোনিবেশ করবেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গোধুলী লগ্নে তামিম ইকবাল বলেন, ‘শেষ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় প্রথমেই আমি একটা জিনিস বলি আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে। উনারা অবশ্যই চাচ্ছেন আমি চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’
তামিম ইকবাল টি-টোয়েন্টি ক্রিকেটে নেই গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ে সফর থেকে। সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের ৯ মার্চ মাসে মিরপুরে।
এরপর তিনি একে একে ঘরের মাঠে পাকিস্তান-নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ না খেলার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেননি। এ ছাড়া ২০২১ সালে বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরেও দলে ছিলেন না। তার এই না খেলার মাঝে তার যেমন ইনজুরি ছিল, তেমনি ছিল অভিমানও। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলাাটা ছিল অনেকটা অভিমানেই। যদিও এ নিয়ে তামিম প্রকাশ্যে কিছু বলেননি। এদিকে তামিম ইকবাল দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও বিপিএল আবার ঠিকই খেলছেন। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ না খেলা নিয়ে তিনি বলেন,‘ টি-টোয়েন্টির বিষয়টা হলো ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবব না। আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি রেডি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না ‘
এমপি/