বরিশালে খেলতে চলে এসেছেন মুজিব উর রহমান
ফরচুন বরিশালের দামি বিদেশি ক্রিকেটার আফগানিস্তানের অফ স্পিনার মজিব উর রহমান বিপিএল খেলতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চলে এসেছেন বাংলাদেশে। ঢাকা হয়ে তিনি সরাসরি যোগ দিয়েছেন দলের সঙ্গে চট্টগ্রামে। মুজিব উর রহমানকে বরিশাল সরাসরি সাইনিং করিয়েছিল।
বিদেশি কোটায় একটি দল তিনজন করে ক্রিকেটারকে সরাসরি নেওয়ার সুযোগ ছিল। সেখানে মুজিব ছাড়াও অপর দুইজন ছিলেন উইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার দানুষ্কা গুনাতিলকা।
টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত মুখ মুজব উর রহমান। আইপিএল, বিগব্যাশ, সিপিএল, পিএসএল এই সব আসরে তিনি নিয়মিত খেলেন। বিপিএলেও তিনি নিয়মত মুখ হয়ে উঠেছেন। এর আগে তিনি খেলেছেন কুমিল্লা ভিকেটারিয়ানস, কুমিল্লা ওয়ারিয়ার্সে। এবার নতুন করে মাতাবেন ফরচুন বরিশালে।
বিপিএলে খেলার আগে তিনি জাতীয় দলের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছেন। সেখানে তার উইকেট ছিল যথাক্রমে ২৯ রানে ২, ৩২ রানে ৪ ও ২৯ রানে ১ উইকেট। এখন পর্যন্ত তিনি সব মিলিয়ে ১৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৮০টি। সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট।
ফরচুন বরিশালে যোগ দিয়ে এক ভিডিও বার্তায় মুজিব উর রহমান বলেন, ‘আমি ভালো আছি। বরিশাল টিমে যোগ দিয়ে খুবই এক্সাইটেড। আমি এবারের বিপিএল ফলো করছি। বরিশাল তিনটি ম্যাচ খেলেছে। দুইটিতে হেরেছে। আমি শতভাগ দিয়ে বরিশালের পরের ম্যাচে জয়ে ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।’
প্রথম ম্যাচে বিদেশি কোটায় বরিশালের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছিলেন জোফরা আর্চার, ডুয়াইন ব্রাভো ও জ্যাক লিনটট। দ্বিতীয় ম্যাচের আগেই টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল চলে আসাতে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে একটি পরিবর্তন নিশ্চিত হয়ে উঠে দলের। গেইলকে জায়গা করে দিতে সেরা একাদশের বাইরে চলে যান জ্যাক লিনটট। তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে আবারও সেরা একাদশে পরিবর্তন আনা হয়। এবার জোফরা আর্চারকে বাদ দিয়ে জ্যাক লিনটটকে ফিরিয়ে আনা হয়। চতুর্থ ম্যাচেও আবার সেরা একাদশে পরিবর্তন হওয়া সময়ের ব্যাপার মাত্র। ২৯ তারিখ তারা খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। মুজিব উর রহমানকে জায়গা করে দিতে কে সরে দাঁড়াবেন? আপাতত মনে হচ্ছে জ্যাক লিনটটই হতে পারেন কুরবানি।
এমপি/টিটি