কুমিল্লার কাছে বরিশালের হার
একদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডু প্লেসি, অপরদিকে ফরচুন বরিশালের ক্রিস গেইল। দুই দলের লড়াইয়ের মাঝে এই তারকা ব্যাটসম্যানেরও লড়াই দেখার ছিল।কিন্তু দুজনেই হতাশ করেছেন। গেইল ৭ আর ডু প্লেসি ৬ রান করে আউট হন। সেখানে জয়ী হয়েছে ডু প্লেসির দল ৬৩ রানে।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা ৭ উইকেটে ১৫৮ রান করে। জবাব দিতে নেমে বরিশাল অলআউট হয় ১৭.৩ ওভারে ৯৫ রানে। কুমিল্লার এটি ছিল দুই ম্যাচে দ্বিতীয় জয়। বরিশালের তিন ম্যাচে দ্বিতীয় হার। এই ম্যাচ দিয়ে আপাতত শেষ হলো ঢাকা পর্ব। শুক্রবার থেকে শুরু হবে চট্টগ্রামে।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে ইনিংসের সূচনা করতে আসেন মাহমুদুল হাসান জয়। নিউ জিল্যান্ড সফরে ইনজুরিতে পরে তিনি প্রথম টেস্টের পর তিনি ছিটকে পড়েছিলেন। এসেই খেলেন ৩৫ বলে ১ ছক্কা ৬ চারে ৪২ রানের ইনিংস। জয়ের এই রানই ইনিংসের সর্বোচ্চ।তিনি উদ্বোধন করাতে ওপেনিং থেকে তিনে নেমে যান। কিন্তু আবারও ব্যর্থ হন তিনি। আউট হন মাত্র ৬ রানে।। বল খেলেন ১১টি। করিম জানাত ১৬ বলে ৩ ছক্কা ১ চারে ২৯ রান করেন।এটি ছিল ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। ডুয়াইন ব্রাভো ৩০ রানে ৩ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি বরিশাল। ম্যাচ সেরা নাহিদুলের জোড়া আঘাতে সৈকত ০ সাকিব ১ রানে ফিরে গিয়ে বিপর্যয় শুরু হয়। এই বিপর্যয় পরবর্তীতে আর কারো পক্ষে রোধ করা সম্ভব হয়নি। সৈকতের সঙ্গে ইনিংসের উদ্বোধন করতে আসা নাজমুল হোসেন শান্ত বৃথা চেষ্টা করেন ৪৭ বলে ৩৫ রান করে। আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে। তার ইনিংসে ছিল মাত্র ২টি চার। মাঝে তাকে কিছুটা সহায়তা করেন তৌহিদ ১৯ সোহান ১৭ রান করে। নাহিদুল ৫ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন শহীদুল, করিম জানাত ও তানভীর।
এমপি/এমএমএ/