কমনওয়েলথ গেমসের টিকিট পেতে বাংলাদেশের সামনে টার্গেট ১৩৭ রান
কমনওয়েলথ গেমস ক্রিকেটের টিকিট পেতে বাংলাদেশের সামনে ১৩৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৩৬ রান করে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে যে দল জিতবে সেই দলই পাবে টিকিট। চলতি আসরে দুই দল পরস্পরের বিপক্ষে মুখোমুখি হওর্য়া আগে তিনটি করে ম্যাচ খেলে তিনটিতেই জয়ী হয়েছিল। বাংলাদেশ তাদের জয়ী হওয়া তিন ম্যাচের দুটিতেই পরে ব্যাট করেছিল। যে একটি ম্যাচে কেনিয়ার বিপক্ষে আগে ব্যাট করেছিল, সে ম্যাচে তারা ৬ উইকেটে ১২৫ রান করেছিল। তবে এই ম্যাচে বাংলাদেশ ভালোই সূচনা করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৪০ রান। ৬ রান করে আউট হয়েছেন শামীমা সুলতানা। মুর্শিদা খাতুন ২০ ও ফরাজনা হক ১১ রানে ব্যাট করছেন।
টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি খুব বেশি দূর যেতে পারেনি। এমনকি উড়ন্ত সূচনাও করতে পারেনি। ১৪ রানে ভেঙে যায় জুটি। ১৩ বলে ৭ রান করে ভিসমি গুনারত্নেকে ফিরিয়ে দেন সুরাইয়া আজমিন। ক্যাচ ধরেন ফরজানা হক। কিন্তু এই আউট বাংলাদেশের শিবিরে উল্লাসের পরিবর্তে অন্ধকার নেমে আসে। এর কারণ আরেক ওপেনার চামান আতাপাত্তু। তার মারমুখি ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের বোলাররা। হাসিনি পেরেরাকে নিয়ে তিনি ৪ ওভার ৫ বলে ৪৭ রান যোগ করেন। যেখানে পেরেরার অবদান ছিল মাত্র ৭ রানের। ১৪ বলে ৭ রান করা পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন সালমা খাতুন। দলীয় রান ২ উইকেটে ৮ ওভার ৩ বলে ৬১। কিন্তু আতাপাত্তু থেকে যাওয়াতে বাংলাদেশ শিবিরে শঙ্কা খেকেই গিয়েছিল। তবে সেই শঙ্কা খুব বেশি সময় আর বজায় ছিল না। দলীয় ৭২ রানেই ব্যাপক উল্লাসে মেতে উঠেন নিগার সুলতানার দল। রুমানা আহমেদের বলে শারমিন সুলতানা তার ক্যাচ ধরেন। শেষ হয় ৩ ছক্কা ও ৬ চারে ২৬ বলে আতাপাত্তুর ৪৮ রানের ইনিংসের। এরপর আবার খেলায় ফিরেন বাংলাদেশের বোলাররা।
রান সংগ্রহের উর্ধ্বগতিতে ভাটা পড়ে লঙ্কানদের। ১০ ওভারে যেখানে রান ছিল ৭৬। সেখানে শতরান পার হতে তাদের খেলতে হয় ১৬ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত তারা ৬ উইকেটে করে ১৩৬ রান। পরের ১০ ওভারে সংগ্রহ করে ৬৪ রান। উইকেট হারায় ৩টি। শেষের দিকে নিলাকাশি ডি সিলভা ১টি করে চার ও ছয় মেরে ২৫ বলে ২৮ ও আনুষ্কা সানজিবানি ১৬ বলে অপরাজিত ২০ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমা, সুরাইয়া ও রুমানা।
এমপি/এসএ/