টিকিট পাবে কে বাংলাদেশ, না শ্রীলঙ্কা?
কমনওয়েলথ গেমসের চুড়ান্ত আসর বসবে জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে। সেই গেমসকে সামনে রেখে চলছে ক্রিকেট খেলার যোগ্যতা নির্ধারণী পর্ব। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫ দলের বাছাইপর্ব থেকে টিকিট পাবে এক দল। সেই দল হবে কোনটি? শেষ ধাপে এসে ঠেকেছে এই মঞ্চ। যেখানে লড়াইয়ে নামবে লাল-সবুজের বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সোমবার (২৪ জানুয়ারি) মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা শুরু হবে মালয়েশিয়া সময় সকাল সাড়ে নয়টায়। যে দল জিতবে সে দলই পাবে ছাড়পত্র। তারা খেলবে আগে থেকেই টিকিট নিশ্চিত করে রাখা ৭ দল- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এই দলগুলোর র্যাঙ্কিংয়ে টপে থাকার কারণ সরাসরি ছাড়পত্র পেয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই এই আসরে এগুচ্ছে প্রায় সমান তালে। প্রতিপক্ষ দলগুলো কখনই তাদের সামনে বাঁধা হয়ে দঁড়াতে পারেনি। বলা যায় অনেকটা বিনা বাঁধায় তারা এক একটা বৈতরনি পার হয়েছে। বাংলাদেশ যেমন মালয়েশিয়াকে প্রথম ৮ উইকেটে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে নিজেরা আগে ব্যাট করতে নেমে ১২৫ রান করার পরও সেই ম্যাচ জিতেছিল ৮০ রানে। এরপর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হার মানায় ৯ উইকেটে। শ্রীলঙ্কার কাছে এই তিনটি দল হার মেনেছিল যথাক্রমে স্কটল্যান্ডকে ১০৯ রানে, কেনিয়াকে ৯ উইকেটে ও মালয়েশিয়াকে ৯৩ রানে। এই তিনটি ম্যাচ পর্যালোচনা করলে দেখা যায় ব্যাটিংয়ে বাংলাদেশের কিছুটা দুর্বলতা রয়ে গেছে। যেমন- কেনিয়ার বিপক্ষে ২০ ওভোর খেলেও ৬ উইকেটে রান করেছিল মাত্র ১২৫। সেখানে কেনিয়ার করা ৬ উইকেটে ৮৭ রান শ্রীলঙ্কা টপকে গিয়েছিল ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে। রান তাড়াতেও বাংলাদেশ আগ্রাসী ব্যাটিং দেখাতে পারেনি। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে মাত্র ৪৯ রানে আটকেও সেই রান তাড়া করেছিল ৮ ওভারে ২ উইকেট হারিয়ে। আবার স্কটল্যান্ডের করা ৭৭ রানও বাংলাদেশ পাড়ি দিতে খেলেছে ১৫.২ ওভার। গোটা আসরে ফিফটি আছে দলের একজনেরই। যেটি রবিবার (২৩ জানুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন মুর্শিদা খাতুন, অপরাজিত ৫০ রান। স্কটল্যন্ডের বিপক্ষে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৪ রান করে স্কটল্যান্ডকে আটকে রেখেছিল ৭৩ রানে। যে কারণে নেট রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট ৪. ৯৭৭। বাংলাদেশের নেট রান রেট ৩. ০৫৮।
বাংলাদেশর ভরসার জায়গা বোলাররা। তারা তিন ম্যাচে দুইবার প্রতিপক্ষকে অলআউট করেছে। দলগুলো ছিল কেনিয়া ও স্কটল্যান্ড। মালয়েশিয়াকে অলআউট করতে না পারলেও উইকেট নিয়েছিল ৯টি। কেনিয়ার বিপক্ষে নাহিদা মাত্র ১২ রানে নেন ৫ উইকেট। শ্রীলঙ্কা অলআউট করতে পেরেছিল শুধু স্কটল্যান্ডকে। এ ছাড়া মালয়েশিয়ার ৭ ও কেনিয়ার ৬ উইকেট নিতে পেরেছিল।
চুড়ান্ত পর্বের টিকিট পেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট-বলে জ্বলে উঠতে হবে বাঘিনীদের।
এমপি/এসআইএইচ