ক্যাবরেরার অন্য রকম কাজ শুরু
দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসার পর নতুন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার ময়দান ফাঁকা। জাতীয় দলের নেই কোনো খেলা। আবার ঘরোয়া ফুটবলেরও নেই কোনো আসর চলমান। কী আর করা? বসে থাকাতো যায় না। তাই বাফুফে তাকে দিয়েছ নতুন দায়িত্ব। প্রিমিয়ার বিভাগের ক্লাব আর বাফুফের বিভিন্ন এলিট একাডেমি পরিদর্শন করে একটা ধারণা নেওয়া। যে কাজ তিনি ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন। আর এ কাজে তার সহকারি হিসেবে দেওয়া হয়েছে মাসুদ পারভেজ কায়সার ও গোলক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যকে।
রবিবার( ২৩ জানুয়ারি) বাফুফে ভবনে এ নিয়ে তিনি কথাও বলেন সাংবাদিকদের সঙ্গে। তার সহকারী হিসেবে কোনো বিদেশি কোচিং স্টাফের চাহিদার কথা জানাননি বাফুফেকে।
ইতিমধ্যে আবাহনী ক্লাব পরিদর্শন করেছেন ক্যাবরেরা। কমলাপুর বাফুফে একাডেমিতে গিয়েছিলেন শনিবার (২২ জানুয়ারি)। আজ (২৩ জানুয়ারি) সকালে নারী ফুটবল দলের সঙ্গেও দেখা করেন ক্যাবরেরা। আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) তিনি যাবেন উত্তরা বারিধারা ক্লাবে। আপাতত ক্লাবগুলো পরিদর্শন করে খেলোয়াড়ের ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তাদের অনুশীলন পর্যবেক্ষণ করবেন। ক্লাবগুলো পরিদর্শন করার কারণে ক্লাবগুলোর পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা স্বচক্ষে দেখবেন তিনি।
প্রিমিয়ার বিভাগে ফুটবল লিগ শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। লিগ শুরু হওয়ার পর তিনি বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিতব্য খেলাগুলো দেখে, সেখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করে নিয়ে আসবেন।
নারী ফুটবল দলের সঙ্গে কথা বলে তিনি বেশ উচ্ছ্বাসা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মেয়ে ফুটবলাররা খুবই ভালো করছে। তারা অনেক পরিশ্রম করছে। তাদের মাঝে ভালো করার একটা বাড়তি স্পিরিট আছে।’
কমলাপুর একাডেমি পরিদর্শন করে ক্যাবরেরা বলেন, ‘একাডেমি দেখে ভালোই লেগেছে। কিভাবে চলে জানলাম। মনে হচ্ছে সঠিকভাবেই একাডেমির কার্যক্রম চলছে।’
এমপি/এসআইএইচ