কমনওয়েলথ গেমস বাছাই ক্রিকেট
স্কটল্যান্ডকেও বড় ব্যবধানে হারাল বাংলাদেশের মেয়েরা
কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের মেয়েরা। রোববার স্কটল্যান্ডের মেয়েদেরও তারা হারিয়েছে ৯ উইকেটে। টস জিতে ব্যাট করতে স্কটল্যান্ড ১৭ ওভার ৩ বলে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ সেই রান তাড়া করে ১ উইকেট হারিয়ে ১৫ ওভার ২ বলে ৭৮ রান করে। বাংলাদেশ এর আগে হারিয়েছিল মালয়েশিয়াকে ৮ উইকেটে এবং কেনিয়াকে ৮০ রানে। কিন্তু এখনো বাংলাদেশ দলের কমনওয়েলথ গেমসের টিকিট নিশ্চিত হয়নি। তাদের লড়তে হবে শ্রীলঙ্কার সঙ্গে। কারণ শ্রীলঙ্কারও বাংলাদেশের সমান পয়েন্ট। এ দুই দল মুখোমুখি হবে ২৪ জানুয়ারি।
মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতে ব্যাট করতে নেমে স্কটিশ মেয়েরা বাংলাদেশের মেয়েদের তোপে পড়ে দিশেহাার হয়ে যায়। দুইজন মাত্র দুই অংকের রান করতে পেরেছেন। ওপেনার সারাহ ব্রাইসি ২৯ ও কাটি ম্যাকগিল ১৩ বলে ৪ চারে ২২ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সাজিদা আক্তার মেঘলা। রিতু মনি নেন এক উইকেট।
সুরাইয়া আজমিনের জোড়া আঘাতে শুরুতে ১২ রানে ২ উইকেট হারানোর পর স্কটল্যান্ডের সারাহ ও ম্যাকগিল মিলে দলের রানকে ৫০-এ নিয়ে যান। জুটিতে ৪ ওভার ১ বলে যোগ করেন তারা ৩৮। এ সময় বড় সংগ্রহেরই আভাস ছিল। কিন্তু মারমুখি ব্যাট করতে থাকা ম্যাকগিলকে নাহিদা বোল্ড করার পর আর কেউই দাঁড়াতে পারেননি। ৭ রানে হারায় শেষ ৫ উইকেট।
ছোট টার্গেটের পেছনে ছুটে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান শামীমা সুলতানা। কিন্তু এ শেষ। মুর্শিদা খাতুনের সঙ্গে ফারজানা হক পিংকি জুটি বাঁধার পর আর কোনো উইকেটই পড়তে দেননি। দুইজনে ১৫ ওভার ১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় ৭৮ রান সংগ্রহ করে নেন। জয়সূচক রান আসে ম্যাচ সেরা মুর্শিদার ব্যাট থেকে। মুর্শিদা খাতুন ৫৫ বলে ১ ছক্কা ও ৬ চারে ৫০ ও ফারজানা ৩৬ বলে ১ চারে ২০ রান করে অপরাজিত থাকেন।
এমপি/এসএন