টস জিতে বোলিংয়ে বাংলাদেশের যুবারা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। এই ম্যাচে কানাডার বিপক্ষে খেলা সেরা একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ।
‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে এই দুই দলের যেকোনো এক দল। উভয় দলেরই দুই ম্যাচে এক জয় ও একই হারে পয়েন্ট দুই। কিন্তু নেট রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট ০.১৪৪, সেখানে সংযুক্ত আরব আমিরাতের নেট রাট রেট ১.৮২৩। খেলা যদি কোনো কারণে পরিত্যক্ত বা টাই হয় তাহলে নেট রান রেটে বাংলাদেশই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এ ছাড়া যে দল জিতবে তাদের সুযোগ হবে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত পরস্পরের বিপক্ষে মোকাবেলা করার আগে দুই দলই ইংল্যান্ডের কাছে হেরে কানাডার বিপক্ষে জয়ী হয়েছিল। এই জয়-পরাজয়েই নেট রান রেটে বাংলাদেশ এগিয় আছে। বাংলাদেশ ইংল্যান্ডের কাছে হেরেছিল ৭ উইকেটে। তবে কানাডার বিপক্ষে জয় পেয়েছিল ৮ উইকেটে। একইভাবে আরব আমিরাত কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪৯ রানে জিতে ইংল্যান্ডের কাছে হেরেছিল ১৮৯ রানে।
এদিকে ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে শতভাগ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ দল:
ইফতেখার হোসেন, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম) প্রান্তিক নওরোজ নাবিল,, আইচ মোল্লা ,মো.ফাহিম, আশিকুর জামান, এসএম মেহরব, রকিবুল হাসান (অধিনায়ক), তানজিব হাসান সাকিব ও রিপন মন্ডল।
এমপি/এসআইএইচ