অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
জিতলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে
ইংল্যান্ডের যুবাদের কাছে প্রথম ম্যাচে বাজেভাবে হেরে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা 'এ' গ্রুপ পর্বের তলানিতে চলে গিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই কানাডাকে আবার বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে গ্রুপের দুইয়ে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু নক আউট পর্বে যাওয়ার জন্য বাংলাদেশের এই অবস্থানই যথেষ্ট নয়। শেষ ম্যাচে তাদের জিততে হবে, নতুবা পয়েন্ট পেতে হবে। তখন নেট রান রেটে গ্রুপরে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। শনিবার (২২ জানুয়ারি) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ৩ ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে আগেই চলে গেছে ইংল্যান্ড।
বাংলাদেশ-আরব আমিরাত একই অবস্থানে দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের কাছে হেরে এবং কানাডার বিপক্ষে জিতে। দুই দলই ইংল্যান্ডের কাছে হেরেছে বড় ব্যবধানে, আবার কানাডার বিপক্ষে জয়ী হয়েছে বড় ব্যবধানে। ইংল্যান্ডের কাছে বাংলাদেশ আগে ব্যাট করেমাত্র ৯৭ রানে অলআউট হয়ে হেরেছিল ৭ উইকেটে। আরব আমিরাত হেরেছিল ১৮৯ রানে। ইংল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৬২ রান করেছিল। আরব আমিরাত করেছিল ১৭৩ রান।
কানাডার বিপক্ষে বাংলাদেশ জয়ী হয়েছিল ৮ উইকেটে। কানাডা আগে ব্যাট করে ১৩৬ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ সেই রান তাড়া করেছিল ৩০.১ ওভারে ২ উইকেট হারিয়ে। কানাডার বিপক্ষে আরব আমিরাত খেলেছিল আসরে নিজেদের প্রথম ম্যাচ। জিতেছিল ৪৯ রানে। আগে ব্যাট করে আরব আমিরাত ৭ উইকেটে ২৮৪ রান করেছিল। কানাডা জবাব দিতে নেমে থেমেছিল ২৩৫ রানে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা ছিল বিপরীত। যতোটা বাজে তারা খেলেছে অতোটা বাজে দল নয়। কিন্তু দিনটি বাংলাদেশের ছিল না। তারপরও অপরাজিত ৩৩ রানের জন্য। বাংলাদেশ নিজেদের জাত চিনিয়েছে পরের ম্যাচে কানাডার বিপক্ষে। যদিও কানাডা প্রতিপক্ষ হিসেবে দূর্বল ছিল। মাঠে বাংলাদেশ সেই শক্তির ব্যবধান বুঝিয়ে দিয়েছে জয়-পরাজয়ের ব্যবধানে। আজ আরব আমিরাতের বিপক্ষেও বাংলাদেশের নিজেদের সেই জাত চেনানোর পালা। লক্ষ্য পূরণ হলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে 'বি' গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।
এমপি/কেএফ/