চেন্নাইয়ের সঙ্গে কুমিল্লার সাদৃশ্য দেখছেন ডু প্লেসি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে নিয়মিত খেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন এই প্রোটিয়া তারকা। তবে মাঠের লড়াইয়ের আগেই আইপিএলের চেন্নাই সুপার কিংসের সঙ্গে নিজের দলের সাদৃশ্য খুঁজে পেয়েছেন তিনি।
আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচের আগে শেষবারের মতো প্রস্তুতি সেরে নিতে আজ শুক্রবার (২১ জানুয়ারি) মিরপুরে স্টেডিয়ামে আসে কুমিল্লা। এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান ডু প্লেসি।
ডু প্লেসি বলেন, ‘দুই দলের (চেন্নাই-কুমিল্লা) মধ্যে সাদৃশ্য দেখেছি; যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে। তাই আমার জন্য সিদ্ধান্ত নেয়াটাও সহজ ছিল। আর দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। কারণ আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব রিলাক্স।'
বিপিএলে ভালো অভিজ্ঞতা পাওয়ার আশা করছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তিনি বলেন, ‘বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে। খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে। এতে করে আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন। যদিও আমি বিশ্বের অন্যান্য জায়গায় খেলেছি। এখানে এসে আমাকে কিন্তু অন্য স্কিল কাজে লাগাতে হচ্ছে। ব্যাটার হিসেবে এখানে অভিজ্ঞতা অর্জন করা আমি সত্যিই পছন্দ করি।'
চলমান করোনা পরিস্থিতির মাঝেও বিপিএল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে ডু প্লেসি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টুর্নামেন্টটা হচ্ছে। কোভিডের সময় এটাই সবচেয়ে বড় ও প্রথম চ্যালেঞ্জ। আর এমন টুর্নামেন্টে সবসময় শুরুটা গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা খেলতে আসে অনেকেই খেলার মধ্যে থাকে আবার অনেকে সেই অবস্থায় থাকে না। ওই অবস্থা থেকেও আত্মবিশ্বাস নিয়ে টুনামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ।'
এসআইএইচ/