বাংলাদেশ খেলবে ভারত-পাকিস্তানের গ্রুপে
বিশ্ব ক্রিকেটের আসরে ভারত-পাকিস্তানের একই গ্রুপে খেলার গুরুত্বই আলাদা। এ দুই দেশের ম্যাচ নিয়ে আইসিসিও নড়েচড়ে বসে। দর্শক আগ্রহ থাকে ব্যাপক। সর্বত্রই একটা উত্তেজনা বিরাজ করে। এবার সেই উত্তাপে শামিল হবে বাংলাদেশও। চলতি বছর অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি আসরে এ তিন দলই খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ এ। গ্রুপের আরেক দল দক্ষিণ আফ্রিকা। অপর দুই দল আসবে প্রাথমিক পর্ব থেকে। তারা হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন।
গত আসর থেকে আগামী আসরের মাঝে সময়ের ব্যবধান এক বছরেরর মতো। গত আসরের স্বাগতিক ছিল ভারত। কিন্তু করোনার কারণে তা স্থানান্তরিত হয়ে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সুপার টুয়েলভের খেলা শুরু হয়েছিল ২৩ অক্টোবর। তার আগে প্রাথমিক রাউন্ডের খেলা শুরু হয়েছিল ১৭ অক্টোবর। এবার প্রাথমিক রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর। এরপর সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর। গত আসর শেষ হয়েছে নভেম্বরের ১৪ তারিখ। এবার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর মেলবোর্নে। দুই মাস যেতে না যেতেই পরবর্তী আসরের সূচি ঘোষণা করেছে আইসিসি।
আগামী আসর বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির। এর কারণে এবারই প্রথম বাংলাদেশকে প্রাথমিক রাউন্ড খেলতে হবে না। র্যাংকিংয়ে সেরা আটে থাকার কারণে বাংলাদেশ এ সুবিধা পেয়েছে। গত বছর ঘরের মাঠে প্রথমে অস্ট্রেলিয়া, পরে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে র্যাংকিংয়ে নিজেদের অবস্থানের উন্নতি করেছিল। বিশ্বকাপের ভরাডুবির পরও র্যাংকিংয়ের কিছুটা অবনতি হলেও আটের নিচে নেমে আসেনি।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হোবার্টে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে উঠে আসা দলের বিপক্ষে। ২৭ অক্টোবর সিডনিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচ ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা দলের বিপক্ষে খেলবে ৩০অক্টোবর ব্রিসবেনে। এরপর অ্যাডিলেডে দুইটি ম্যাচ খেলবে যথাক্রমে ভারত ও পাকিস্তানে বিপক্ষে ২ ও ৬ নভেম্বর।
দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান পরস্পরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ২৩ অক্টোবর মেলবোর্নে। গত আসরেও দুই দল একই গ্রুপে খেলেছিল। একই ভাবে পরস্পরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম মাঠে নেমেছিল। জয়ী হয়েছিল পাকিস্তান। ভারতকে উড়িয়ে দিয়েছিল ১০ উইকেটে। এদিকে আসর শুরু হবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে ২২ অক্টোবর। গ্রুপ-২ এ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ছাড়া আছে ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুই দল আসবে প্রাথমিক রাউন্ড খেলে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘ও‘ গ্রুপ রানার্সআপ।
প্রাথমিক রাউন্ডে চারটি দল চূড়ান্ত হয়েছে। তারা হলো উইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নামিবিয়া। এ চার দল গত আসরে সুপার টুয়েলভ খেলার কারণে এবার সরাসরি প্রাথমিক রাউন্ড খেলবে। বাকি চার দল আসবে বাছাইপর্ব খেলে।
এমপি/এসএন