তাইজুল খুব ভালো বোলিং করেছে: মিরাজ
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফরে প্রথমবারের মতো টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান যেভাবে শুরু করেছিল, তাতে বড় ইনিংসেরই সম্ভাবনার ভীত তৈরি করেছিল। কিন্তু সেখান থেকে তাদের গতি থামিয়ে দেন তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে পতন হওয়া ২ উইকেটের একটি নিয়ে তাইজুল ম্যাচকে পঞ্চমদিন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আজও তিনি দলকে ম্যাচে ফেরান পাকিস্তানের দুই ওপেনারকে একাই ফিরিয়ে দিয়ে। এ ছাড়াও উইকেটে থাকা দুই ব্যাটসম্যান দলপতি বাবর আজম ও আজহার আলীকেও বেশ ভুগিয়েছেন। তার বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মেহেদী হাসান মিরাজ।
তিনি বলেন, ‘মাশাআল্লাহ, তাইজুল ভাই খুব ভালো শুরু করেছেন। গত টেস্টেও তিনি খুব ভালো শেপে ছিলেন। বেশি উইকেট পেয়েছেন। আজও এক প্রান্ত থেকে খুব ভালো করেছেন। টেস্ট ক্রিকেটে জুটিটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যখন শুরু হয়েছে, পেসাররা দুইদিক থেকে যদি চাপটা ধরে রাখতে পারতো, তাহলে সকালে এক ঘণ্টায় দুইটা উইকেট পড়তে পারতো। পরে সাকিব ভাই ও তাইজুল ভাই যখন দুই প্রান্তে থেকে ভালো বল করেছে, চাপ তৈরি করেছে, তখন উইকেট পড়েছে। তো টেস্ট ক্রিকেটটাই এমন যে, দুই এন্ড থেকে ভালো বোলিং করতে হয় এবং চাপ তৈরি করতে হয়। তাহলে উইকেট পড়ার সুযোগ থাকে। এটাই প্রথম সেশনে তাইজুল-সাকিব ভাই করেছে।'
আলোর স্বল্পতার কারণে শেষ সেশনে কোনো বলই খেলা হয়নি। দ্বিতীয়ে সেশনে ছিল আবার বৃষ্টির উৎপাত। এতে উইকেটের চরিত্রে বেশ পরিবর্তন আসে। কিন্তু আজকের বৃষ্টিতে উইকটে সে রকম কোনো পরিবর্তন আসেনি বলে জানান মিরাজ।
তিনি বলেন, ‘প্রভাব তেমন না, মাঠ একটু ভেজা ছিল, বল হালকা ভেজা ছিল। বেশিক্ষণ তো খেলা হয়নি। বৃষ্টির পর একটা সেশন হয়েছে। ওই সেশন আমরা ডমিনেট করতে পারিনি।'
আবাহওয়া মেঘাচ্ছন্ন থাকার পরও পেসাররা চাপ তৈরি করতে পারেনি। এ বিষয়ে মিরাজ বলেন, ‘টেস্টে শুরুতে উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, আর উইকেট না পরলে রান আটকে রাখাও গুরুত্বপূর্ণ। যেটা আসলে আমাদের প্রথম থেকে হচ্ছিল না। প্রথম সেশনে আমরা যেমন বল করেছি বিশেষ করে স্পিনাররা, আর এবাদত যেভাবে বল করেছিল অনেকটা উইকেট টেকিংয়ের মতোই হয়েছিল। এই আবহাওয়াটা যদি কাজে লাগাতে পারতাম আরও দুইটি উইকেট পেতে পারতাম। যা আমাদের জন্য ভালো হতো। চারদিন বাকি আছে। এখনও অনেক সিনারিও বাকি আছে।'
এমপি/টিটি