ভালো শুরুর প্রত্যাশায় মাহমুদউল্লাহ
বিপিএল শুরুর দিনই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারকা সমৃদ্ধ মিনিস্টার ঢাকা। প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মিনিস্টার ঢাকার নেতৃত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। যদি এই দলে মাশরাফি ও তামিম ইকবালের মতো আরও দুই নেতা ছিলেন। ফ্রাঞ্চাইজিরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই অধিনায়কত্বের আর্ম ব্যান্ড তুলে দিয়েছেন মাহমুদউল্লাহর হাতেই। এ রকম দায়িত্ব সব সময় তাকে অনুপ্রাণিত করে বলে জানান মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্ব থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাল্লাহ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’ তিনি শুরুটা ভালো করতে চান মোমেন্টাম পাওয়ার জন্য।
‘আমরা শুরুটা কেমন করি এটা গুরুত্বপূর্ণ। প্রতিটা দলই খুব ভারসাম্যপূর্ণ। ভালো শুরু পেলে টুর্নামেন্টে মোমেন্টাম পাব,’ যোগ করেন তিনি।
মিনিস্টার ঢাকা প্রথম দিন মাঠে নামলেও তাদের খেলা দ্বিতীয় ম্যাচ। থাকবে শিশিরের আনা-গোনা। যেখানে টস একটা বিরাট ফ্যাক্টর।
মাহমুদউল্লাহ বলেন,‘টস সব সময়ই একটা ফ্যাক্টর। কারণ, উইকেটের কন্ডিশন সব সময় মানিয়ে নিতে পারেন। কন্ডিশন মানিয়ে নিতে পারলে বোঝা যায় কীভাবে খেলতে হবে। ভালো ক্রিকেট খেলা, ইতিবাচক থাকা জরুরি।’
বিপিএলকে সামনে রেখে অনুশীলনে মাহমুদউল্লাহকে দেখা গেছে মারকুটে ব্যাটিং করতে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি হাসি মুখে এনে জবাব দেন, ‘কমবেশি সবাই বল বাইরে পাঠিয়েছে (হাসি)। মুশফিক, সাকিব, তামিম সবাই। আমাকে যেহেতু ৫-৬ এ ব্যাট করতে হয় অনেক সময় রেঞ্জ হিটিংয়ের প্রয়োজন হয়, ওটাই প্র্যাকটিস করেছি।’
পঞ্চপান্ডবের তিন পান্ডব মিনিস্টার ঢাকায়। কিন্তু ইনজুরির কারণে প্রথম ম্যাচ, এমনকি দ্বিতীয় ম্যাচেও এক পান্ডব মাশরাফিকে পাওয়া হবে না দলনায়কের। এ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং ডিপার্টমেন্ট আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। প্রথম দুইটা ম্যাচে উনাকে সম্ভবত পাবো না। তৃতীয় ম্যাচে তিনি থাকবেন ইনশাল্লাহ আমি আশাবাদী।’
মাহমুদউল্লাহর দলে সবচেয়ে বড় হার্ড হিটার প্রতিপক্ষ বোলারদের ঘুম হারা করে দেওয়া আন্দ্রে রাসেল। গত আসরে রাসেল ছিলেন শিরোপা জয়ী দল রাজশাহীর ফাইনালে জয়ের নায়ক। তার বিধ্বংসী ব্যাটিংয়েই হার মেনেছিল খুলনা টাইগার্স। ফাইনালে উঠার আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও রাসেল খেলেছিলেন যথারীতি টর্নেডো ইনিংস। হয়েছিলেন ম্যাচ সেরাও। সেখানে প্রতিপক্ষ ছিলেন এই মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই আন্দ্রে রাসেলকে পেয়ে মাহমুদউল্লাহ রিয়াদ মহাখুশি। তিনি বলেন, ‘রাসেল অনেক বড় প্লাসপয়েন্ট। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে এ রকম খেলোয়াড় আপনার দলে থাকলে তার ওপর ভরসা করতেই পারেন। আশা করি আগামীকাল (২১ জানুয়ারি) ও গুড মুডে থাকবে।’
এমপি/এমএমএ/