প্রথম বিপিএল খেলতে মুখিয়ে আকবর আলী
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ী দলের নেতা ছিলেন আকবর আলী। কিন্তু কখনো খেলা হয়নি ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএলে। এবারই প্রথম খেলবেন তিনি। তাকে দলে নিয়েছে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি। বলা যায় যুব বিশ্বকাপের শিরোপা জেতার পর অনেকটা আড়ালে পড়ে যান তিনি। প্রিময়িার বিভাগ ক্রিকেট লিগ কিংবা বঙ্গবন্ধু কাপে খেললেও সেভাবে নজর কাড়তে পারেননি। তবে মাঝে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তিনি ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে সুযোগ পেয়ে আবার আলোচনায় এসেছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবার যদি বিপিএলে নিজেকে মেলে ধরতে পারেনি। সে আশায় নিজেকে বেশ ভালোভাবেই শান দিচ্ছেন এই ক্রিকেটার।
বুধবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, ‘বিপিএল নিয়ে সবাই এক্সাইটেড। বিশেষ করে আমার জন্য অনেক স্পেশাল। যেহেতু আমার প্রথম বিপিএল, অনেক এক্সাইটেড।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো তাদের অধিনায়ক ঘোষণা করেনি। বুধবার (১৯ জানুয়ারি) রাতে অধিনায়কের নাম ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে জোর গুঞ্জন আকবর আলী হতে পারে সেই নাম। এই নিয়ে আকবর আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে এখনও কথা হয়নি। ইনশাল্লাহ্ আপনারা জানতে পারবেন। আমার চেষ্টা থাকবে, দলে যে ভূমিকা থাকুক, সেখান থেকে দলের জয়ে অবদান রাখা।
এমপি/এসআইএইচ