বাংলাদেশের সঙ্গে বৃষ্টির সখ্যতা এবং রেকর্ডের ঢালি
তিন কাঠির খেলা ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টি। এই বৃষ্টি কত সুন্দর প্রাণবন্ত খেলার অপমৃত্যু ঘটিয়েছে? কেড়ে নিয়েছে কারো মুখের খাবার। ভাসিয়েছে দুঃখের সাগরে। আবার হতাশায় নিমজ্জিত দল পেয়েছে উল্লাস করার অফুরান উপলক্ষ্য।
এই বৃষ্টি এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ভালোই ভর করেছে। কিন্তু এখানে যেন বৃষ্টি ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে বাংলাদেশের হয়ে! যাকে বলা যায় স্বজন প্রীতি! বৃষ্টি আসার আগে বাংলাদেশ ব্যাটিং করার সুযোগ পেয়ে নতুন নতুন রেকর্ড গড়ে নিজেদের ইতিহাস সমৃদ্ধ করেছে।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। কিন্তু ভেসে যাওয়ার আগে বাংলাদেশকে পুরো ৫০ ওভার ব্যাটিং করার সুযোগ করে দিয়েছিল। সুযোগ পেয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের দলগত সংগ্রহের নতুন রেকর্ড গড়েছিল ৬ উইকেটে ৩৪৯ রান করে। মুশফিকুর রহিমের ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করে দেশের হয়ে গড়েছিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশের ইনিংস শেষ, অতঃপর আসে বৃষ্টি। সেই বৃষ্টি এমনই সখ্যতা করেছিল সিলেটে, পরে আর খেলাই শুরু করতে পারেনি। কিন্তু রেকর্ড বুকে জায়গা করে নেয় বাংলাদেশের রেকর্ডগুলো।
অনেকটা একই রকম অবস্থা হয়েছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। এবার অবশ্য বৃষ্টি এসে বাংলাদেশের ইনিংসে সামান্য বাগড়া দিয়েছিল। আবার আয়ারল্যান্ডকে কিছু ওভার খেলতে দিয়েছিল। ম্যাচটিতে আবার ফলাফল নির্ধারিত হয়েছিল।
বাংলাদেশ আগে ব্যাট করে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করার পর বৃষ্টি আসে। বাকি ৪ বল খেলার সুযোগ পেলে বাংলাদেশ ওয়ানডে ম্যাচের মতো টি-টোয়েন্টিতেও হয়ত দলগত সংগ্রহের নতুন রেকর্ড গড়তে পারত। পরে আর বাংলাদেশ ব্যাটিং করতে নামতে পারেনি। কিন্তু আয়ারল্যান্ড এবার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। তাদের সামনে ৮ ওভারে টার্গেট দেওয়া হয়েছিল ১০৪ রানের। সেখানে তারা করতে পেরেছিল ৫ উইকেটে ৮১ রান। ম্যাচ হেরেছিল ২২ রানে। কিন্তু এমন ম্যাচে রনি তালুকদার তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র ২৪ বলে। পরে আউট হন ৬৭ রানে। পরে আয়াল্যান্ডের ৮ ওভারের ইনিংসে ২ ওভার বোলিং করার সুযোগ পেয় স্পিড স্টার তাসকিন ক্যারিয়ারের সেরা বোলিং করেন ১৬ রানে ৪ উইকেট নিয়ে। তার আগের সেরা বোলিং গত বিশ্বকাপে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ছিল ২৫ রানে ৪ উইকটে। এভাবেই বৃষ্টি বাংলাদেশের সঙ্গে সখ্যতা গড়ে নতুন নতুন রেকর্ড গড়ার উপলক্ষ্য এনে দিয়েছে।
বৃষ্টিই যে বাংলাদেশকে শুধু নতুন নতুন রেকর্ড গড়ার সুযোগ করে দিচ্ছে তা কিন্তু নয়। বৃষ্টিহীন ম্যাচেও বাংলাদেশ নতুন নতুন রেকর্ড গড়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ আগের করা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান ৮ উইকেটে ৩৩৮ রান করে দলগত সংগ্রহের নতুন রেকর্ড গড়েছিল। তৃতীয় ম্যাচে প্রথমবারের ১০ উইকেটে ম্যাচ জেতার স্বাদও পেয়েছিল।
সিরিজে এখনো বাকি তিনটি ম্যাচ। ২টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট। বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম। আজকের ম্যাচে অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃষ্টি আসুক, না আসুক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হয়ে উঠেছে বাংলাদেশের নতুন নতুন রেকর্ড গড়ার বিচরণ ক্ষেত্র। আজ কী অপেক্ষা করছে?
এমপি/আরএ/