মেয়েদের ড্রয়ের পর ছেলেদের হার
ফুটবলে দিনটা হতে পারত বাংলাদেশের। কিন্তু হলো না। কমলাপুরে নেপালের সঙ্গে ড্রয়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে দেশের অনূর্ধ্ব-১৭ নারী দল। তার কিছু সময় পর সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ জাতীয় পুরুষ দল।
মঙ্গলবার (২৮ মার্চ) সিশেলসের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। সিলেট প্রথম ম্যাচে একই ব্যবধাবে জিতেছিল স্বাগতিকরা। কিন্তু শেষটায় পরাজয়ের লজ্জায় সিরিজ ১-১ সমতায় শেষ করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
র্যাঙ্কিংয়ে সিশেলসের অবস্থান ১৯৯তম স্থানে। যেখানে বাংলাদেশ ১৯২ নাম্বারে। পেছনে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিকরা পেয়েছিল কষ্টার্জিত জয়। তারপরও দ্বিতীয় ম্যাচে দল সাজাতে ঝুঁকি নেন ক্যাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে বসিয়ে নামান রবিউল ইসলামকে। তাতে আমর্ডব্যাজ পড়েন তপু বর্মন।
আমিনুর রহমানের সজীবের পরিবর্তে একাদশে ফেরানো হয় সুমন রেজাকে। উইনিং কম্বিনেশন পরিবর্তনের ছাপ পড়ে খেলায়। ফলস্বরূপ ভাগ্যে জুটে হার। ৬২ মিনিটে মাইকেল মানচিনের পেনাল্টির শটে এগিয়ে যায় সিশেলস। ভুলটা ছিল সাদউদ্দিনের। নিজেকে ডি-বক্সে বলের পরিবর্তে ড্যারিল লুইসের মাথায় লাথি মারেন তিনি। তাতেই পেনাল্টির বাঁশি ফুঁকান রেফারি।
সাদউদ্দিনের ভুলের আগেই জামালকে মাঠে ফেরান ক্যাবরেরা এবং গোল হজমের পর এলিটা কিংসলের দ্বারস্থ হন বাংলাদেশ কোচ। কিন্তু ভাগ্য ফেরেনি স্বাগতিকদের। ৭৫ মিনিটে একটি পেনাল্টি আবেদন করেছিলেন জামালরা। কিন্তু তপুর বল সিশেলস ডিফেন্ডারের হাতে লাগলেও ওই আবেদনে সাড়া দেননি রেফারি। তাতে হার নিয়েই মাঠ ছাড়েন ক্যাবরেরা ও তার শিষ্যরা।
এমএমএ/