টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজে বাংলাদেশ যেভাবে আয়ারল্যান্ডকে ঘায়েল করেছে, সেই হিসেবে টি-টোয়েন্টি সিরিজেও আইরিশরা পাত্তা পাওয়ার কথা নয়। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাবধানী।
তিনি চান ওয়ানডে সিরিজে যে ফলাফল হয়েছে, এখানেও একই ফলাফল হবে। কিন্তু তাই বলে তিনি প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে দেখতে নারাজ এবং তিনি দেখতে চানও না। তিনি বলেছেন, ‘আমরা যদি প্রতিপক্ষকে হালকা করে দেখি, তা হবে আমাদের ক্ষতির কারণ। আমাদের বিপক্ষে খেলা প্রতিটি দলকেই আমরা একইভাবে দেখে থাকি। একই সঙ্গে আমরা কোনো দলকে ভয় পাই না। এটাই আমাদের মূল মন্ত্র।’
আইরিশরাও কিন্তু হুংকার দিচ্ছে। ফরম্যাট পরিবর্তন হওয়াতেই তাদের এ রকম হুংকার। দলের কোচ হাইনরিখ মালান সে রকমই ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, গত সপ্তাহে যা হয়েছে, তা অতীত। এখন আমরা খেলব ভিন্ন ফরম্যাটে। টি-টোয়েন্টিতে আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো ফলাফল করেছি। সেই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের হোম কন্ডিশনে ধরে রাখার মিশন নিয়ে নামব।’
কাজেই বুঝা যাচ্ছে ওয়ানডে সিরিজের মত বাংলাদেশ সহজে পার পাবে না এখানে। কথার যুদ্ধ যদি ২২ গজেও দেখা পাওয়া যায় তা’হলে দারুণভাবে জমে উঠবে ম্যাচ। তার পূর্বভাসে টস হেরে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন ছিল আবশ্যিক। সেই ম্যাচে অভিষেক হওয়া তানভীর ইসলাম এবার দলেই নেই। তার পরিবর্তে এক ম্যাচ পর আবার একাদশে ফিরে এসেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হিাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
এমপি/আরএ/