১৯৫৪ বিশ্বকাপ জয়ী পশ্চিম জার্মানি দলের সদস্য একেলের মৃত্যু
১৯৫৪ ফুটবল বিশ্বকাপ জয়ী পশ্চিম জার্মানি দলের সর্বশেষ সদস্য ছিলেন হর্স্ট একেল। গতকাল শুক্রবার (০৩ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
একেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে বিস্তারিত জানায় জার্মান ফুটবল ফেডারেশন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ফেডারেশন।
বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্ট ফেবারিট হাঙ্গেরিকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল পশ্চিম জার্মানি। ওই দলের হয়ে টুর্নামেন্টের সবকটি ম্যাচ খেলেছিলেন একেল। সেবার মাত্র সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাওয়া দুজন খেলোয়াড়ের মধ্যে ছিলেন ২২ বছর বয়সী মিডফিল্ডার হর্স্ট একেল। পশ্চিম জার্মানি দলের সর্বকনিষ্ট খেলোয়াড় ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫৪ সালের বিশ্বকাপ খেলে পশ্চিম জার্মানী দলটি। সেই সঙ্গে শিরোপা জয় করায় আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়ায় দলটি।
উল্লেখ্য, পশ্চিম জার্মানীর হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন ১৯৫১ ও ১৯৫৪ সালে দুটি লিগ শিরোপা জয়ী একেল। কেইসারলটার্নের হয়ে ১৯৪৯-১৯৬০ সাল পর্যন্ত ২১৪টি ম্যাচ খেলেছেন তিনি।
এসআইএইচ